Tuesday, December 7, 2021

মুসলিমদের এই দুরবস্থা কেন?

 হাদিসটি ভাল করে লক্ষ করুণ :

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে।
*১. যখন কোন জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে প্লেগ মহামারী আকারে রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি।

২. যখন কোন জাতি ওজনে ও মাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন দারিদ্র্য এবং শাসকদের নিষ্ঠুর নিপীড়ন।

৩. যখন কোন জাতি তাদের ধন-সম্পদের যাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। যদি ভূ-পৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত, তাহলে আর কখনো বৃষ্টিপাত হত না।

৪. যখন কোন জাতি আল্লাহ ও তাঁর রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায়-সম্পদ কেড়ে নেয়।

৫. যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাযিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।

ইবনু মাজাহঃ৪০১৯, শায়খ আলবানী (রহঃ) হাদীসটিকে সহীহ বলেছেন, সিলসিলাহ সহীহাহঃ১০৬-০৭।

বি. দ্র : আমাদের মত অনেক ভাই আছেন যারা সবসময় বলে ঈমান আনার পরও মুসলমানদের আজ এত দুর্দিন কেন, এই হাদীসটি তাদের উত্তর।

No comments:

Post a Comment

Translate