Tuesday, December 7, 2021

তিনটি সহজ আমলের মাধ্যমে আমরা আমাদের অবসরকে দারুণভাবে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ্

 এক: **ইস্তিগফার**

.
ইস্তিগফার হলো, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সা. বলেন, ‘আল্লাহর ক্বসম! আমি দিনের মধ্যে ৭০ বারেরও অধিক ইস্তিগফার করি (আল্লাহর কাছে ক্ষমা চাই) এবং তাওবাহ করি।’ (বুখারী ৫/২৩২৪)
রাসূল সা. বলেন, ‘সেই সৌভাগ্যবান, যে তার আমলনামায় অনেক ইস্তিগফার পেয়েছে।’ (ইবনে মাজাহ ২/১২৫৪, আত তারগীব ২/৪৬৫ হাদিসটি সহীহ)
.
★ ইসতিগফার কীভাবে করবো?
কয়েকটি সহীহ সুন্নাহসম্মত ইস্তেগফার- এগুলো সবসময় পড়তে থাকুন।
★ সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসতিগফার হলো, “সাইয়িদুল ইসতিগফার” যেটি সকালে পড়লে ওই দিন সন্ধ্যার আগে মারা গেলে জান্নাতে যাবে। আর সন্ধ্যায় পড়লে সকাল হওয়ার আগে মারা গেলে জান্নাতে যাবে। (সহীহ বুখারী ৬৩০৬) [কমেন্টে দেয়া হলো]
* استغفر الله وأتوب إليه
(আসতাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি) (সূরা হুদ : ০৩)
* استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
(আসতাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল ‘হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহি) (তিরমিযি ৩৫৭৭ নং হাদীস। হাদীসটি সহীহ)
* استغفر الله
(আসতাগফিরুল্লাহ) (সূরা নূহ : ১০)
.
দুই: **দরুদ শরীফ**
.
রাসূল সা. এর উপর দরুদ পড়া বিশাল এক ইবাদত। এটি পড়া আমাদের উপর আবশ্যক। সবসময় আমরা দরুদ পাঠে অভ্যস্ত হবো।
.
★ রাসূল সা. বলেন, ‘সকল দু’আ পর্দার আড়ালে থাকবে (কবুল হবে না), যতক্ষণ না নবীর উপর দরুদ পাঠ করবে।’ (সিলসিলা সহীহাহ, সহীহুত তারগীব ২/১৩৮ হাদীসটি হাসান (নির্ভরযোগ্য)
★ হাদীসে এসেছে, সকল উৎকণ্ঠা ও চিন্তা দূর হয় দরুদ পাঠ করলে। (তিরমিযি ৪/৫৪৯, তাবারানী ৪/৩৫ হাদীস সহীহ)
★ রাসূল সা. বলেন, “কিয়ামতের দিন মানুষদের মধ্যে সে ব্যক্তি (শাফায়াতের ক্ষেত্রে) আমার সবচেয়ে নিকটবর্তী হবে, যে সবচে’ বেশি আমার উপর দরুদ পাঠ করে।’ (তিরমিযি ২/৩৫৪, সহীহুত তারগীব ২/১৩৬ হাদীসটি হাসান)
.
★ সবচয়ে উত্তম দরুদ হলো “দরুদে ইব্রাহীমী”, যা আমরা সলাতের শেষ বৈঠকে তাশাহুদ (আত্তাহিয়্যাতু…) এর পরে পড়ি।
★ আরেকটি সহীহ হাদীসসম্মত দরুদ হলো
اللهم صل وسلم علي نبينا محمد
(আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)
(তাবারানী ১০/১২০, সহীহুত তারগীব ১/২৭৩ হাদীসটি হাসান) এটি বেশি বেশি পড়বো।
.
তিন: তাসবীহ, তাহলীল, তাহমীদ ও তাকবীর
.
* سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر
(সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার)
★ আল্লাহর নিকট এগুলো সবচে’ প্রিয় বাক্য (সহীহ মুসলিম ৩/১৬৮৫) এগুলো বেশি বেশি পড়বো।

No comments:

Post a Comment

Translate