Tuesday, December 7, 2021

আপনার স্বামী বা স্ত্রী আপনাকে সময় না দিতে পারলে অভিযোগ করবেন না

 আপনার স্বামী বা স্ত্রী আপনাকে সময় না দিতে পারলে অভিযোগ করবেন না। কারণ,

প্রথমত, এক্ষেত্রে প্রথমেই বলতে চাই এই অভিযোগ করার কাজটাই দুঃখজনক এবং অবমাননাকর।
দ্বিতীয়ত, কেউ যদি ভালোবেসে কোন কাজ না করে, তাহলে নিছক কর্তব্য পালনের জন্য কাউকে কিছু করতে বলবেন না।
তৃতীয়ত, সে যে অন্য কারও সঙ্গ খুঁজছে এটা আপনার জন্য একটা সতর্ক বার্তা;

কাজেই নিজেকে পরীক্ষা করুন এবং সে অনুযায়ী কাজ করুন। খুঁজে দেখুন, আপনার কোন দূর্বলতায় এমনটা হচ্ছে কিনা।নিজেকে শুধরে নিন। সব ঠিক হয়ে যাবে।মানুষ সবসময় আনন্দের বিষয়গুলোকেই খোঁজে। সুতরাং আপনার সঙ্গ যদি আনন্দের চাইতে বেশি যন্ত্রণাদায়ক হয়, তাহলে স্বাভাবিকভাবেই সে অন্য কোথাও তা খুঁজে পেতে চাইবে।

আমি প্রায়ই বলি, “ঝগড়াটে কাউকে বিয়ে করার চেয়ে একটি ঘোড়া কেনা ভালো; ঘোড়াটি অন্তত বিভিন্ন যায়গায় ঘুরিয়ে আনতে পারত”। ‘ঝগড়াটে’ -একটা উভলিঙ্গ শব্দ; নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

– মির্জা ইয়াওয়ার বেগ

ভেবে দেখুন এই অনাকাঙ্গিত গুণে আপনি গুণান্বিত কিনা। সঙ্গীর প্রতি বেশি বেশি অভিযোগ করেন কিনা। আপনাদের উভয়ের সঙ্গ আনন্দের চাইতে বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠছে কিনা। হলে এখনি ফিরে আসার সময়। দাম্পত্যকে টিকিয়ে রাখতে হলে এখনি আপনার পদক্ষেপ গ্রহণ করা উচিত।

No comments:

Post a Comment

Translate