Tuesday, September 26, 2023

বিয়ে করতে ভয় রোজগার কম এসব ভাবেন পোষ্টটা পড়েন

 বিয়ে করতে ভয় রোজগার কম এসব ভাবেন

পোষ্টটা পড়েন
♥রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন;
তিনব্যক্তিকে সাহায্যে করা আল্লাহর দায়িত্ব; তাদের মধ্যে একজন হচ্ছে সেই বিবাহকারী যে বিবাহের মাধ্যমে (অবৈধ্য
যৌনাচার হতে)নিজেদের চরিত্রের পবিত্রতা কামনা করে।
(আহমদ,তীরমিযী, নাসাঈ, বাইহাক্বি,হাকেম,
সহীহুল জামে ৩০৫০ নং)।
♥"শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে
"[বাকারা:২৬৮]।
♥আল্লাহ্ বলেন, “অভাবগ্রস্ত হলে আল্লাহ্ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন।আল্লাহ্ তো প্রাচুর্যময়,সর্বজ্ঞ”।
(সূরা নূর: ৩২)।
♥আর,আল্লাহ আমাদের রিজিকের নিশ্চয়তা দেন।
(নূর: ৩২)।
(সাঃ)বলেন;
♥"দুজনের পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের মত ভাল কিছু নেই।"
[ইবন মাজাহ : ১৮৪৭]।
♥আল্লাহ বলেন;
"বিয়ে করলে আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন"।
[সুরাহ নুর: ৩২]
♥আল্লাহ বলেন,
স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোষাক স্বরূপ, আর তোমরা তাদের জন্য পোষাক স্বরূপ’
(সূরা : বাক্বারাহ ২/১৮৭)।
♥যখন কোন ব্যক্তি বিবাহ করল,
তখন সে দ্বীনের অর্ধেক পূর্ণ করল,বাকী অর্ধেক সে যেন আল্লাহকে ভয় করে"!!..
(ছহীহুল জামে :৪৩০, ৬১৪৮)।
♥"যাদের বিবাহের সামর্থ্য নেই,আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম(সিয়াম) অবলম্বন করে’।
(নূর : ২৪/৩৩)।

No comments:

Post a Comment

Translate