আল্লাহর ভালবাসা
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, নবী ﷺ বলেন,
‘‘এক ব্যক্তি অন্য কোন গ্রামে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ
করার জন্য বের হল। আল্লাহ তা‘আলা তার রাস্তায় এক
ফিরিশ্তাকে বসিয়ে দিলেন, তিনি তার অপেক্ষা করতে
থাকলেন। যখন সে তাঁর কাছে পৌঁছল, তখন তিনি তাকে
বললেন, ‘তুমি কোথায় যাচ্ছ?’ সে বলল, ‘এ লোকালয়ে
আমার এক ভাই আছে, আমি তার কাছে যাচ্ছি।’ ফিরিশ্তা
জিজ্ঞেস করলেন, ‘তোমার প্রতি কি তার কোন অনুগ্রহ
রয়েছে, যার বিনিময় দেওয়ার জন্য তুমি যাচ্ছ?’ সে বলল, ‘না,
আমি তার নিকট কেবলমাত্র এই জন্য যাচ্ছি যে, আমি তাকে
আল্লাহর ওয়াস্তে ভালবাসি।’ ফিরিশ্তা বললেন, ‘(তাহলে
শোনো) আমি তোমার নিকট আল্লাহর দূত হিসাবে (এ কথা
জানাবার জন্য) এসেছি যে, আল্লাহ তা‘আলা তোমাকে
ভালবাসেন; যেমন তুমি তাকে আল্লাহর জন্য ভালবাস।’’
রিয়াদুস স্বালেহীন ২/৩৬৫। মুসলিম ২৫৬৭
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন আল্লাহ তা‘আলা কোন বান্দাকে ভালোবাসেন, তখন জিবরীল (আ.)-কে ডেকে বলেন যে, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসী, তুমিও তাকে ভালোবাসো। রাবী বলেন, অতঃপর জিবরীল (আ.)-ও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে, আল্লাহ তা‘আলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশমণ্ডলীর অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে। অতঃপর সে বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তা‘আলা কোন বান্দাকে ঘৃণা করেন, তখন জিবরীল (আ.)-কে ডেকে বলেন যে, আমি অমুক বান্দাকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। রাবী বলেন, অতঃপর জিবরীল (আ.)-ও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে, আল্লাহ তা‘আলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করে। অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। (মুসলিম-১৫৭)
হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অন্ধকার রাতে শক্ত পাথর খন্ডের উপর হেঁটে যাওয়া একটা ক্ষুদ্র পিঁপড়ার ব্যাপারে আল্লাহ খবর রাখেন। চিন্তা করুন সামান্য একটি পিঁপড়া যেটি দেখতে অতি ক্ষুদ্র রাতের অন্ধকারে এটির চলাফেলার ব্যাপারে ও আল্লাহ ওয়াকিবহাল। আল্লাহ আযযা ওয়া যাল এ ক্ষুদ্র প্রানীর চলাফেরার শব্দ ও শুনতে পান! এটি কি করছে তাও দেখতে পান। আল্লাহু আকবর!আসলেই আল্লাহর ব্যাপারে আমাদের সজাগ হত হবে। আসলে কি আল্লাহকে যতটুকু ভয় করা দরকার ততটুকু ভয় করি আমরা? আল্লাহকে যতটুকু চেনার দরকার ততটুকু চিনি বা চিনতে চেষ্টা করি?
তাঁর কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে। এ গুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে, তিনিই জানেন। কোন পাতা ঝরে না; কিন্তু তিনি তা জানেন। কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোন আর্দ্র ও শুস্ক দ্রব্য পতিত হয় না; কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। -[কোরআন ৬ঃ৫৯]
No comments:
Post a Comment