Tuesday, September 26, 2023

কথা বলার ব্যপারে "ইসলামে"র শিক্ষা কি?

 কথা বলার ব্যপারে "ইসলামে"র শিক্ষা কি?

======
১। কথা বলার পূর্বে সালাম দেয়া। সূরা নূরঃ ৬১

২। সতর্কতার সাথে কথা বলা। (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) সূরা ক্বফঃ ১৮। ৩। সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। সূরা বাক্বারাহঃ ৮৩; বুখারী হ/ ১৪১৩। ৪। অনর্থক ও বাজে কথা পরিহার করা।
সূরা নূরঃ ৩; বুখারী হা/ ৩৫৫৯।

৫। কন্ঠস্বর নিচু করে কথা বলা। সূরা লুকমানঃ ১৯ সূরা হুজুরাতঃ২-৩ ৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। সূরা নামলঃ ১২৫। ৭। সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা সূরা আহযাবঃ ৭১-৭২। ৮। গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। সূরা লুকমানঃ ১৯; তিরমিযী হা/ ৪৮৫৯। ৯। উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। সূরা হা- মীম সাজদাহঃ৩৪। ১০। উত্তম কথায় দাওয়াত দেয়া। সূরা হা- মীম সাজদাহঃ৩৪। ১১। ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। সূরা ছফঃ২। ১২। পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা । সূরা আ'রাফঃ ১৯৯। ১৩। মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। সূরা আহযাবঃ ৩২। ১৪। ছেলেরা পর নারীর সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। ১৫.মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। সূরা ফুরকানঃ ৬৩। নাবী সাঃ’র বাণীঃ আর যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভাল কথা বলে অথবা চুপ থাকে। আল্লাহর বাণীঃ যে কথাই মানুষ উচ্চারণ করে (তা সংরক্ষণের জন্য) তার নিকটে একজন সদা তৎপর প্রহরী আছে। (সূরাহ ক্বাফ ৫০/১৮)
আল্লাহ আমাদের সবাইকে এসব মেনে চলার তৌফিক দিন

No comments:

Post a Comment

Translate