Tuesday, September 26, 2023

চল্লিশ বছরের লোকটা আনন্দফূর্তি করতে করতে দিন কাটায়, ভেবেছিল বৃদ্ধবয়সে হজ্জ করে গুনাহ মাফ করিয়ে নেবে কিন্তু হঠাৎ স্ট্রোক করে মারা গেল..

 চল্লিশ বছরের লোকটা আনন্দফূর্তি করতে করতে দিন কাটায়, ভেবেছিল বৃদ্ধবয়সে হজ্জ করে গুনাহ মাফ করিয়ে নেবে কিন্তু হঠাৎ স্ট্রোক করে মারা গেল...

ছেলেটি ভেবেছিল আগামী বছর থেকেই দাঁড়ি রাখবে,
নামাজ পড়া শুরু করবে..
কিন্তু রাতে ঘুমের মধ্যেই মারা গেল...
মেয়েটি কখনো মেকআপ ছাড়া বাইরে যায়নি, ঠিকমত পর্দা করেনি,ভেবেছিল রমজান মাসে হিজাব শুরু করবে...
কিন্তু একটু পরেই মেয়েটি রাস্তায় বের হয়ে মারা গেল গাড়িচাপা পড়ে......
ছেলেটি ব্যাংকের জবটা ছেড়ে হালাল উপার্জনের চেষ্টা করবে...
কিন্তু না এর আগেই না ফেরার দেশে পাড়ি জমাতে হল !!!
বাবা বারবার বকার পরেও মেয়েটি গান শোনা ছাড়লো না,,
অবশেষে রাতে ইয়ারফোন কানে নিয়ে গান শোনা অবস্থায়তেই তার মৃত্যু হলো!!! ।
ছেলেটি নামাজের সময় নামাজ না পড়ে টিভিতে বিশ্বকাপের খেলা দেখতে
মশগুল
মাগরিব পড়া আর হলোনা!!!!
শ্বাসকষ্ট উঠে মারা গেল ছটফট করতে করতে!!!
মেয়েটি প্রতিদিন ফেসবুকে ছবি আপলোড
করে,,সে জানত এটা গুনাহের কাজ তবুও অভ্যাসটা ছাড়বে ছাড়বে করে আর ছাড়া হলো না!!!!
অবশেষে এক বখাটে ছেলে সেই মেয়ের ছবি দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে নেটে ছেড়ে দিলো,,,মেয়েটি লজ্জায় আত্মহত্যা করলো!!!
আমরা যারা ভাবি আজ না কাল , কাল না পরশু , কদিন পর এটা করব ওটা করব,নামাজ পড়বো, দাঁড়ি রাখবো, হিজাব পড়বো, নিজেকে ঠিক করে নিব!!
কিন্তু এই কাল /পরশু যে আসবে তার কি গ্যারান্টি???
আল্লাহপাক বলেন ,
" অথচ কেউই জানেনা আগামীকাল তার জন্যে কী অপেক্ষা করছে এবং কেউ
জানে না কোথায় তার জন্য মৃত্যু অপেক্ষা করছে ।শুধু আল্লাহই সর্বজ্ঞ, সব বিষয়ে অবহিত । "
[সূরা লোকমান : ৩৪ ]
তাহলে আর দেরী কেন ???
কেন আজ থেকে নিজেকে বদলাবো না???কেন গুনাহ করে যাবো শয়তানের পদাঙ্ক অনুসরণ করে???
হারাম ও গুনাহের কাজ আজ থেকে
ছেড়ে দিচ্ছিনা কেন ???
কেন এত ঢিলেমী করছি তওবা করতে ???
কিসের জন্য আমরা এত নিশ্চিন্ত যেখানে
আপনার ১ সেকেন্ডের নিশ্চয়তা নেই!!!বিদায়ের ঘন্টা বেজে যাবে যেকোনসময়
এমনো তো হতে পারে আজই এ দুনিয়ায় শেষদিন!!!
তাহলে আর দেরী কেন ???
চলে আসুন প্রভুর দিকে,,,
তওবা করলে, প্রভুর দিকে ফিরে আসলেই অনেক বোনাস পাবেন
রইলো ফেরার নিমন্ত্রণ!!!

No comments:

Post a Comment

Translate