Thursday, October 16, 2025

পাত্রী পছন্দ হলে আংটি পরানো

 প্রশ্ন: পাত্রের তরফ থেকে পাত্রী দেখতে যাওয়ার সময় যে আংটি পরানো হয় তার মূল্য কি বিয়ের সময় মোহরানার টাকার সাথে ধার্য (হিসাব) করা হয়?

উত্তর: বিজ্ঞ আলেমদের মতে, পাত্রী দেখতে গিয়ে পছন্দ হলে তাকে আংটি পরানোর প্রচলন খৃষ্টানদের থেকে এসেছে। তাদের রীতি অনুযায়ী পাদ্রী গির্জায় পাত্রীর আঙ্গুল আংটি পরিয়ে দেয়। তাদের বিশ্বাস, এটি তাদের পরস্পরের মাঝে আকর্ষণ সৃষ্টি করবে বা ভালবাসা তৈরি করবে। সুতরাং ইসলামে এ ধরণের রীতি সমর্থনযোগ্য নয়। কেননা তা অমুসলিমদের সাদৃশ্য অবলম্বনের শামিল-যা ইসলামে নিষিদ্ধ। তাই মুসলিমদের উচিত, এ প্রথা থেকে বের হয়ে আসা। যাহোক, অজ্ঞতা বশতঃ এমনটি করা হলে সে ক্ষেত্রে তা ‘উপহার’ বলে গণ্য হবে; মোহর নয়। কারণ তখনও বিয়ের কথা চূড়ান্ত হয়নি এবং তা দেওয়ার সময় মোহর বলেও উল্লেখ করা হয়নি। আল্লাহু আলাম।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate