Sunday, July 9, 2023

মাইসুরা, মুসকান, সারা ও সাফা নামগুলোর অর্থ

 প্রশ্ন: মাইসুরা, মুসকান, সারা ও সাফা-এ নামগুলোর অর্থ কী?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর:
▪️১. মাইসুরা (ميسورة) আরবি শব্দ। এর অর্থ: সহজ, সহজসাধ্য, সচ্ছল।

▪️২. মুসকান (مسكان) উর্দু শব্দ। এর অর্থ: মৃদ হাসি, মুচকি হাসি। মুসকান শব্দটি আরবিতেও ব্যবহৃত হয়। তার অর্থ: ডাউন পেমেন্ট (Down payment) অর্থাৎ কোনও কিছু ক্রয়ের চুক্তির সময় অগ্রীম প্রদত্ব অর্থ।

ভারত উপমহাদেশে মেয়েদের নাম রাখার ক্ষেত্রে উর্দু শব্দ (মুচকি হাসি) বিবেচনায় রাখা হয়।

▪️৩. সারা (ساره/سارة/سارا):
সারা শব্দটি বুৎপত্তিগতভাবে আরামীয় ভাষা (Aramaic language) থেকে উৎকলিত। (আরবি বা হিব্রু থেকে নয়) এর অর্থ: রাণী, মহিলা শাসক, সম্রাজ্ঞি, নেত্রী, ভদ্র মহিলা, অভিজাত নারী ইত্যাদি। আল্লাহর রাসুল ইবরাহিম আ. এর স্ত্রী এবং আল্লাহর নবী ইসহাক আ. এর মার নাম ছিল সারা।

▪️৪. সাফা (صفاء), আরবি শব্দ। এর অর্থ: পরিচ্ছন্নতা, নিষ্কলুষতা, নির্মলতা, হৃদ্যতা, আন্তরিকতা, আন্তরিক বন্ধুত্ব ইত্যাদি।

-আরেকটি অর্থ: (الصفا) কঠিন শিলা খণ্ড, মসৃণ প্রস্তর খণ্ড। আল্লাহ তাআলা বলেন,
إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّه
“নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।” [সূরা বাকারা: ১৫৮]
মারওয়া অর্থ: নরম সাদা পাথর, মসৃণ শ্বেত প্রস্তর খণ্ড। এ দু নামে মক্কায় কাবা পার্শ্বস্থ দুটি পাহাড় । হজ ও ওমরার সময় যে দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে সাঈ করতে হয়।
মেয়েদের নামকরণের ক্ষেত্রে প্রথম অর্থটি বিবেচনায় রাখা হয়।

– বিশেষ দ্রষ্টব্য: এখানে কোন নামের অর্থ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। তাই কমেন্টে এ বিষয়ে কোনো প্রশ্ন না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। জাযাকুমুল্লাহু খাইরান।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate