প্রশ্ন: আমি শুনেছি যে, জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে না কি ঈসা আলাইহিস সালাম এর মা মরিয়ম আ. এর বিয়ে হবে। এটা কি কোন সহীহ হাদিস দ্বারা প্রমাণিত?
অনুরূপভাবে তাঁর সাথে না কি ফেরআউনের স্ত্রী আসিয়া এবং মুসা আলাইহিস সালাম এর বোন কুলসুমের বিবাহ হবে। প্রচলিত এ কথাগুলো কি সঠিক?
উত্তর:
জান্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ঈসা আলাইহিস সালাম এর মা মরিয়ম, ফেরআউনের স্ত্রী আসিয়া এবং মুসা আলাইহিস সালাম এর বোন কুলসুম এর সাথে বিবাহ হওয়ার ব্যাপারে বর্ণিত হাদিসগুলো সনদগতভাবে একটিও সহীহ নয়। বরং কোনটি কোনটি জাল/বানোয়াট আর কোনটি কোনটি যঈফ।
তাই ইবনে কাসীর রাহ. ‘আল বিদায়াহ ওয়ান নিহায়াহ’ গ্রন্থে এ বিষয়ে কয়েকটি হাদিস বর্ণনা করার পর মন্তব্য করেন এভাবে:
” وكل من هذه الأحاديث في أسانيدها نظر ” انتهى
“এ হাদিসগুলোর প্রত্যেকটির মধ্যেই সমস্যা আছে।”
আল্লাহু আলাম।
▬▬▬◄✪✪► ▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স: মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
No comments:
Post a Comment