আবু লাহাব ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা (রাসূল সা. এর পিতা আব্দুল্লাহর সৎ ভাই)। আবু লাহাব এর সন্তান ছিল ৪ জন। তিনজন ছেলে ও একজন মেয়ে।
💠 ছেলেদের নাম যথাক্রমে:
১) উতবাহ রা. (সাহাবী)
২) মুতআব রা. (সাহাবী)
৩) উতাইবাহ (মুশরিক)
💠 আর মেয়ের নাম: দুররাহ বিনতে আবি লাহাব রা. । (মহিলা সাহাবীয়াহ)
তার দুই ছেলে উতবা রা. ও মুতআব রা. মক্কা বিজয়ের দিন ইসলাম কবুল করেছিলেন। কিন্তু উতাইবা ইসলাম কবুল করে নি।
এই উতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মেয়ে উম্মে কুলসুমকে বিবাহ করেছিল। আর উতবা বিয়ে করেছিলেন রাসূল সা. এর আরেক কন্যা রুকাইয়াকে।
কিন্তু সূরা লাহাব নাযিল হওয়ার পর আবু লাহাব তার ছেলে দ্বয়কে বাধ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কন্যাদ্বয়কে তালাক দিতে।
পরবর্তীতে উসমান বিন আফফান রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয় কন্যাদ্বয়কে বিয়ে করেন। (একজনের ইন্তেকালের পরে আরেকজনকে)
*********
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।
No comments:
Post a Comment