Sunday, December 19, 2021

ঘন চুল পাবেন মাত্র ৩টি উপকরণে!

 চুল ঘন হলে তাতে যে কোন ধরণের স্টাইল করা যায়। আপনি চুলে কালার করেন বা যেকোনো কাট দেন না কেন এতে আপনাকে সবসময় সুন্দর লাগবে। সকলে উজ্জ্বল, ঝলমলে ও ঘন চুলের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করেন। মাত্র ৩টি উপকরণ দিয়ে আপনি নিজেই একটি প্যাক তৈরি করে নিতে পারেন যা আপনার চুল মাত্র ২ সপ্তাহে ঘন হয়ে যাবে।

উপাদান-

১. রেড়ীর তেল (কাস্টর অয়েল)- ১ টেবিল চামচ

২. ডিমের কুসুম- ২ টেবিল চামচ

৩. অ্যালোভেরার রস- ১ টেবিল চামচ

তৈরিকরণ পদ্ধতি-
একটি বাটিতে সকল উপকরণ একসাথে মিশিয়ে নিন। যখন মিশ্রণটি ভালভাবে মিশে যাবে তখন আপনার চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর্যন্ত মাথায় তা লাগিয়ে রাখুন। এরপর ধীরে ধীরে ৫ মিনিট পর্যন্ত ম্যাসেজ করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

No comments:

Post a Comment

Translate