Wednesday, September 17, 2025

ইসলামের দৃষ্টিতে মহিলাদের জন্য নাসিং পেশায় কাজ করার বিধান

 প্রশ্ন: নার্সিং পেশা কী মেয়েদের জন্য জায়েজ? আমার ভাই নেই।আর আব্বুর অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আমি চাচ্ছি জব করতে। আব্বুর বয়সও দিন দিন বাড়ছে। আমি পরিবারের বড় মেয়ে।

উত্তর: ইসলামে নার্সিং পেশায় বাধা নেই। তবে এর জন্য কতিপয় শর্ত রয়েছে।‌ ইসলামের নীতি হল, পুরুষ নার্স পুরুষ রোগীদের সেবা করবে আর নারী নার্স নারী রোগীদের সেবা করবে। বিশেষ পরিস্থিতি ছাড়া এর ব্যতিক্রম করা জায়েজ নেই। এই ক্ষেত্রে কতিপয় বিধান মেনে চলা অপরিহার্য। যথা:
১. নারী নার্সের জন্য মুখমণ্ডল সহ পূর্ণ পর্দা রক্ষা করা।
২. বিপরীত লিঙ্গের শরীর স্পর্শ না করা। বিশেষ দরকারে হ্যান্ড গ্লাভস ব্যবহার করে করবে।
৩. এক্ষেত্রে রোগীর শরীরের ঠিক অতটুকু স্থান স্পর্শ করবে যেটুকু না হলেই নয়। ‌
৪. একান্ত জরুরি স্থান ব্যতিরেকে রোগীর শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ না দেখা।
৫. ল্যাবরেটরি, এক্সরে রুমে বা অন্য কোথাও বিপরীত লিঙ্গের রোগীর সাথে নির্জনে অবস্থান না করা। এক্ষেত্রে রোগীর সাথে স্বামী/স্ত্রী বাবা/মা, ভাই/বোন ইত্যাদি কোন মাহরাম ব্যক্তি থাকা আবশ্যক।
৬. রোগীর সাথে চিকিৎসা সেবা বা রোগ সংক্রান্ত জরুরি কথাবার্তা ছাড়া অন্যান্য অন্য কোন কথা না বলা।
কোন হাসপাতাল বা ক্লিনিকে যদি এমন পরিবেশ না পাওয়া যায় যেখানে এ সকল বিধি-বিধান মেনে চলা সম্ভব নয় অথবা কর্তৃপক্ষ অনুমতি দেয় না তাহলে অনতিবিলম্বে চাকরি থেকে ইস্তফা দিয়ে অন্যত্র হালাল ভাবে অর্থ উপার্জনের চেষ্টা করতে হবে।
পৃথিবীতে আল্লাহ তায়ালার অসংখ্য রিজিকের পথ খোলা রয়েছে। কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তাকে উত্তম পন্থায় ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করুন। আমিন।
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate