Monday, September 29, 2025

ক্ষমতার লোভ এবং দায়িত্বে অবহেলার কঠিন পরিণতি

 আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

إنَّكُمْ سَتَحْرِصُونَ علَى الإمارَةِ، وسَتَكُونُ نَدامَةً يَومَ القِيامَةِ، فَنِعْمَ المُرْضِعَةُ وبِئْسَتِ الفاطِمَةُ.
“তোমরা অবশ্যই নেতৃত্বের প্রতি আগ্রহী হবে, অথচ তা হবে অনুতাপ ও আফসোসের কারণ। কতই না উত্তম তার দুধপানের সময়টা, আর কতই না নিকৃষ্ট তার দুধ ছাড়ানোর সময়টা।” [সহিহ বুখারি, হা/৭১৪৮]
❑ হাদিসের ব্যাখ্যা:
এই হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেতৃত্ব বা পদ-পদবির আকাঙ্ক্ষা সম্পর্কে উম্মাহকে সতর্ক করেছেন।
✪ ক. “তোমরা অবশ্যই নেতৃত্বের প্রতি আগ্রহী হবে”:
এই বাক্যটি মানুষের সহজাত দুর্বলতার দিকে ইঙ্গিত করে, যে মানুষ ক্ষমতা, সম্মান এবং প্রভাবের প্রতি সহজে আকৃষ্ট হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই ভবিষ্যৎবাণী বর্তমানে আমাদের সমাজের বাস্তবতায় প্রমাণিত।
✪ খ. “অথচ তা হবে অনুতাপ ও আফসোসের কারণ”:
এই নেতৃত্ব যখন একজন ব্যক্তির ওপর অর্পিত হয় তখন তার দায়িত্ব অনেক বেড়ে যায়। সে যদি ইনসাফ প্রতিষ্ঠা না করে বা জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে কিয়ামতের দিন তাকে এর জন্য কঠিন জবাবদিহি করতে হবে। এই জবাবদিহির ভয়ে এবং দায়বদ্ধতার কারণে তা অনুতাপ ও আফসোসের কারণ হয়ে দাঁড়াবে।
✪ গ. “কতই না উত্তম তার দুধপানের সময়টা”:
এর দ্বারা নেতৃত্বের প্রাথমিক পর্যায়কে বোঝানো হয়েছে। যখন একজন ব্যক্তি পদ বা ক্ষমতা লাভ করে তখন সে সম্মান, প্রতিপত্তি ও জাগতিক সুযোগ-সুবিধা উপভোগ করে। এই সময়টা একজন নবজাতকের মায়ের দুধ পানের মতোই সুস্বাদু ও আরামদায়ক মনে হয়।
✪ ঘ. “আর কতই না নিকৃষ্ট তার দুধ ছাড়ানোর সময়টা”:
এর দ্বারা নেতৃত্বের শেষ পরিণতিকে বোঝানো হয়েছে। দুধ ছাড়ানোর সময় যেমন শিশু কষ্ট পায় ঠিক তেমনি ক্ষমতা হারানোর পর বা কিয়ামতের দিন যখন এই নেতৃত্বের হিসাব দিতে হবে তখন সেই কষ্ট ও অনুতাপ হবে অত্যন্ত কঠিন। ওই দিন সমস্ত ক্ষমতা ও সম্মান বিলুপ্ত হয়ে যাবে এবং এর কারণে সৃষ্ট পাপের বোঝা তাকে বহন করতে হবে।
আমাদের দেশের বিভিন্ন সময়ে ক্ষমতার মসনদে থাকা লোকগুলোর করুণ পরিণতি দেখলে এই হাদিসের প্রকৃত মমার্থ উপলব্ধি করা সহজ হয়ে যায়।
➧ এই হাদিসের মূল শিক্ষা হলো:
মুসলিমদের উচিত নয়, কোনো পদের জন্য লালায়িত হওয়া। বরং যদি কোনো দায়িত্ব অর্পিত হয়, তবে তা সততা ও ইনসাফের সাথে পালন করা উচিত, যেন কিয়ামতের দিনের অনুতাপ থেকে বাঁচা যায়।
❑ আদ দুরার ওয়েব সাইটে এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে:
– মানুষের নেতা হওয়া বা তাদের ওপর কর্তৃত্ব করা আসলে একটা দায়িত্ব। এর মানে হলো, পবিত্র শরিয়াহ অনুযায়ী মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সব বিষয় ভালোভাবে দেখাশোনা করা। নেতৃত্ব মানে মানুষের ওপর অহংকার বা জোর খাটানো নয়, যেমনটা অনেক নেতা করে থাকে। তারা মানুষের অধিকার ভুলে যায় এবং নেতৃত্বকে নিজেদের জন্য সুযোগ আর আরাম-আয়েশের মাধ্যম মনে করে। এমন সব নেতাদের জন্য তাদের এই নেতৃত্ব কিয়ামতের দিন চরম কষ্ট আর অপমানের কারণ হবে।
– আর এই হাদিসে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা অবশ্যই নেতৃত্বের প্রতি আগ্রহী হবে”। এর মানে হলো, ভবিষ্যতে এমন একটা সময় আসবে, যখন মানুষ যেকোনো পদের জন্য লোভ করবে। কিন্তু এই পদ তাদের জন্য লজ্জা ও আফসোসের কারণ হবে যদি তারা এর দায়িত্ব ঠিকমতো পালন না করে। বরং যদি তারা জুলুম করে, অহংকার ও দাপট দেখায়, তবে দুনিয়াতে এই পদ তাদের সম্মান ও মর্যাদা দিলেও কিয়ামতের দিন তা তাদের জন্য অপমান আর লাঞ্ছনার কারণ হবে।
– এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কতই না উত্তম তার দুধপানের সময়টা আর কতই না নিকৃষ্ট তার দুধ ছাড়ানোর সময়টা।” এর শুরুটা দুনিয়াতে সবার কাছে অনেক ভালো ও প্রিয় মনে হয়। তখন নেতা সেই শিশুর মতো হয় যাকে তার মা পুষ্টি দেয়। (আর তা হলো এই ক্ষমতা বা নেতৃত্ব) কিন্তু কিয়ামতের দিন এর পরিণতি হবে খুবই খারাপ। এর ফল হবে নিন্দনীয়। এমনকি দুনিয়াতেও এর ফল খারাপ হতে পারে, যেমন—ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া বা হত্যা করা।
❑ এই হাদিস থেকে আমরা যা শিখতে পারি:
➧ ক. নেতা হওয়ার জন্য লোভ করা খারাপ।
➧ খ. যারা মানুষের দায়িত্ব নিয়ে তাদের অধিকার পূরণ করে না তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হবে তা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে।
[dorar]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate