ও আল্লাহ.....
তুমি মাকে হাজার বছর বাঁচিয়ে রেখো,
তুমি বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো,
আমি স্বপ্ন বেঁচে দেবো আমার রক্ত বেঁচে দেবো।
আমি দিনমজুরি করে তোমায় স্বর্গ সুখ দেবো।
'আমার জীবন দিয়ে দেবো, আমার মরণ চেয়ে নেব'।।
ও আল্লাহ.......।।
মাগো তুমি সারা জনম ধরে,
তোমার জীবন বিলিয়ে দিলে শুধু আমার তরে।
বাবা তুমি শত কষ্ট করে,
তোমার দুঃখ ভুলে গেছো আমার সুখের তরে।
'আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব'।।
ও আল্লাহ.......।।
মাগো আমার একটু অসুখ হলে,
শুধুই তুমি বুকে রাখো সবাই ফেলেও গেলে।
বাবা আমি একটু দুঃখ পেলে,
ভরসা দাও সাহস যোগাও আমায় দু-হাত ধরে।
'আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব'।।
ও আল্লাহ.......।।
ও আল্লাহ.....!!!!
No comments:
Post a Comment