প্রশ্ন: মদিনার বাকি গোরস্থানে নাকি অনেক মাজার ছিল, পরে সেগুলো ভেঙ্গে ফেলা হয়েছে? যারা মাজারে বিশ্বাসী তাদের কাছে এমন কথা শোনা যায়। তাই এ সম্পর্কে আপনার নিকট জানতে চাই।▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬
উত্তর: প্রথমেই আমাদের জানা জরুরি যে, ইসলামের দৃষ্টিতে কবর পাকা করা, কবরের দেয়ালে চুনকাম করা, তাতে কিছু লিখা ইত্যাদি অত্যন্ত গর্হিত কাজ। বিশিষ্ট সাহাবি জাবের রা. হতে বর্ণিত তিনি বলেন,
نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ
“রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরে চুনকাম করা, তার উপর বসা এবং তার উপর বিল্ডিং নির্মাণ করতে নিষেধ করেছেন।” [সহিহ মুসলিম]
এ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হল যে, কবরে প্লাস্টার লাগানো, চুনকাম করা, পাকা করা, কবরের উপর বিল্ডিং ও গম্বুজ নির্মাণ করা কঠোর ভাবে নিষেধ। এ মর্মে আরও হাদিস রয়েছে।
❒ ইসলামি সরকারের দায়িত্ব হল, উঁচু কবর, মাজার ইত্যাদি ভেঙ্গে ফেলা:
ইসলামি সরকারের দায়িত্ব হল, উঁচু কবর, মাজার ইত্যাদি ভেঙ্গে ফেলা। এ মর্মে হাদিসে বর্ণিত হয়েছে, প্রখ্যাত তাবেয়ি আবুল হাইয়্যাজ আল আসাদি রহ. বলেন, আমাকে আলি রা. (তার খেলাফত কালে সরকারী ফরমানে) বললেন,
أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ تَدَعَ تِمْثَالاً إِلاَّ طَمَسْتَهُ وَلاَ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْتَ
No comments:
Post a Comment