Friday, December 8, 2023

মদিনার বাকি গোরস্থানে বিদাতিদের তৈরিকৃত বড় বড় মাজার এবং সেগুলো ভেঙ্গে ফেলা প্রসঙ্গ

 প্রশ্ন: মদিনার বাকি গোরস্থানে নাকি অনেক মাজার ছিল, পরে সেগুলো ভেঙ্গে ফেলা হয়েছে? যারা মাজারে বিশ্বাসী তাদের কাছে এমন কথা শোনা যায়। তাই এ সম্পর্কে আপনার নিকট জানতে চাই।▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর: প্রথমেই আমাদের জানা জরুরি যে, ইসলামের দৃষ্টিতে কবর পাকা করা, কবরের দেয়ালে চুনকাম করা, তাতে কিছু লিখা ইত্যাদি অত্যন্ত গর্হিত কাজ। বিশিষ্ট সাহাবি জাবের রা. হতে বর্ণিত তিনি বলেন,

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ

“রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরে চুনকাম করা, তার উপর বসা এবং তার উপর বিল্ডিং নির্মাণ করতে নিষেধ করেছেন।” [সহিহ মুসলিম]

এ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হল যে, কবরে প্লাস্টার লাগানো, চুনকাম করা, পাকা করা, কবরের উপর বিল্ডিং ও গম্বুজ নির্মাণ করা কঠোর ভাবে নিষেধ। এ মর্মে আরও হাদিস রয়েছে।

❒ ইসলামি সরকারের দায়িত্ব হল, উঁচু কবর, মাজার ইত্যাদি ভেঙ্গে ফেলা:

ইসলামি সরকারের দায়িত্ব হল, উঁচু কবর, মাজার ইত্যাদি ভেঙ্গে ফেলা। এ মর্মে হাদিসে বর্ণিত হয়েছে, প্রখ্যাত তাবেয়ি আবুল হাইয়্যাজ আল আসাদি রহ. বলেন, আমাকে আলি রা. (তার খেলাফত কালে সরকারী ফরমানে) বললেন,

أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ تَدَعَ تِمْثَالاً إِلاَّ طَمَسْتَهُ وَلاَ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْتَ

“আমি তোমাকে কি এমন একটি কাজের দায়িত্ব দিয়ে পাঠাবো না যে কাজের দায়িত্ব দিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? তা হলো, কোন মূর্তি বা প্রতিকৃতি পেলে তাকে মুছে দিবে আর কোন উঁচু কবর পেলে তা ভেঙ্গে বরাবর করে দিবে।” [সহিহ মুসলিম]
উল্লেখ্য যে, মুহাদ্দিসগণ বলেন, এখানে করব মাটি বরাবর করা উদ্দেশ্যে নয় বরং জাহেলি যুগে যেভাবে কবরকে অনেক উঁচু করা হত সেভাবে না রেখে সামান্য একটু উঁচু রাখা যেন কবরকে অন্যান্য স্থান থেকে পার্থক্য করা যায়।
সুতরাং মদিনার বাকি গোরস্থানে যদি কবরের উপর বিল্ডিং তৈরি করে মাজার বানানো হয়ে থাকে (যা সাহাবি ও তাবেঈদের যুগে ছিল না) তাহলে তা ছিল অত্যন্ত গর্হিত কাজ। আর সৌদি সরকার যদি সেগুলো ভেঙ্গে দিয়ে থাকে তাহলে তা অবশ্যই তাওহিদ ও সুন্নাহ ভিত্তিক কাজ করেছে উপরোল্লিখিত হাদিস অনুযায়ী।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিসের বরখেলাপ করে যদি কেউ অন্যায় কাজ করে ইসলামের রাষ্ট্রের দায়িত্ব হল, সেই অন্যায়ের মূলোৎপাটন করা। আর আল হামদুলিল্লাহ সেটাই হয়েছে যদিও তা কবর পূজারী ও সুফি বিদাতির গাত্রদাহের কারণ হয়।
দুআ করি, মহান আল্লাহ তাআলা যেন, আমাদেরকে সব ধরণের শিরক, বিদআত এবং আল্লাহর ও তাঁর রসুলের বরখেলাপী কাজ থেকে রক্ষা করেন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate