Tuesday, March 14, 2023

কুরআন তিলাওয়াতের সময় আজান হলে

 প্রশ্ন: আমি জানতে চাই, যখন আজান দেয় তখন আমরা যদি কুরআন তিলাওয়াতে রত থাকি তখন কুরআন তিলাওয়াত বন্ধ করে আজানের উত্তর দিব নাকি কুরআন পড়া শেষ হলে আজানের উত্তর দিব?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর: কুরআন তিলাওয়াতের সময় আজান শুনলে করণীয় হল, কুরআন তিলাওয়াত বন্ধ রেখে আজানের জবাব দেওয়া। কারণ, আজানের সময় তার জবাব দেওয়া অধিক উত্তম অন্যান্য নফল ইবাদতের চেয়ে। কেননা আজানের সময় সংক্ষিপ্ত আর কুরআন তিলাওয়াতের সময় প্রশস্ত। আজানের জবাব দেওয়ার পর পূণরায় কুরআন তিলাওয়াত করার সুযোগ রয়েছে। আল্লাহু আলাম।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate