Tuesday, March 14, 2023

এক কালেমায় রুটি-রুজি আর এক কালেমায় ফাঁসি শীর্ষক কথাটির বাস্তবতা কতটুকু

 মিসরের ব্রাদারহুড নেতা সাইয়েদ কুতুব-এর নামে প্রচলিত “এক কালেমায় রুটি-রুজি আর এক কালেমায় ফাঁসি” শীর্ষক কথাটির বাস্তবতা কতটুকু?

▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬
বর্তমানে “এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি” শীর্ষক একটি কথা বা গানের কলি নিয়ে ফেসবুকে চলছে তুমুল আলোচনা-পর্যালোচনা ও তর্ক-বিতর্ক।

জামায়াতে ইসলামী পন্থীদের মধ্যে এটি খুবই প্রসিদ্ধ কথা। দাবি করা হয় যে, মিসরের ব্রাদারহুড নেতা সাইয়েদ কুতুবের ফাঁসির ১ ঘণ্টা আগে জেলখানার ইমাম এসে যখন তাকে কালিমা পড়তে বলেন, তখন তিনি নাকি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, “আমাকে কালিমা পড়ানো লাগবে না। আমি তা জানি। যে কালিমা পড়ানোর কারণে সরকার তোমাকে বেতন দেয় সেই কালিমার কারণে আজ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে।” জামায়াতে ইসলামীর বিখ্যাত বক্তা মিজানুর রহমান আজহারি এভাবেই তার বক্তৃতায় উল্লেখ করেছেন। এ কথাটি মোহাম্মদ রহমত উল্লাহর কথামালা এবং শিল্পী মশিউর রহমান-এর কণ্ঠের গানে ব্যাপক বিস্তৃতি লাভ করে। যা আমার দেখা মতে, দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসউদ সাঈদি, মাওলানা আবুল কালাম আজাদ বাশার সহ অনেকেই শেয়ার করেছেন। শুধু তাই নয়, জামায়াত পন্থী বহু বক্তাও এ কথাটা উল্লেখ করার মাধ্যমে যে সব আলেমগণ জামায়াতে ইসলামীর রাজনীতিকে সমর্থন করেন না তাদের কালিমাকে কটাক্ষ ও তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকে।

◍ এবার দেখা যাক, এ বিষয়টির বাস্তবতা কতটুকু?

প্রকৃত পক্ষে জামায়াতে ইসলামী ও শিবির নেতা-কর্মী এবং সমর্থকদের পক্ষ থেকে উক্ত কথাটি সাইয়েদ কুতুবের নামে ব্যাপকভাবে প্রচার করা হলেও এর সপক্ষে নির্ভরযোগ্য কোনও প্রমাণ পাওয়া যায় না। বরং বলা হয়ে থাকে, যে, ইতালীয় দখলদার কর্তৃক লিবিয়ার কিংবদন্তী নেতা ও মুজাহিদ ওমর আল-মুখতার রহ. এর মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তিনি প্রায় এমন একটি কথা বলেছিলেন।

গবেষকগণ বলেন, সাইয়েদ কুতুবের ফাঁসি কার্যকর করার তারিখ ও সময় সম্পর্কে কয়েকজন দায়িত্ব রত সরকারী কর্মকতা, আর্মি ও পুলিশ অফিসার ছাড়া কাউকে জানতে দেওয়া হয়নি। সাইয়েদ কুতুব নিজেও জানতেন না কখন তার ফাঁসি হবে। কারণ খুবই গোপনীয়তার সাথে তা বাস্তবায়ন করা হয়। যার কারণে কোনও মসজিদের ইমাম বা আজহার থেকে কোনও আলেমকেও কালিমা পড়ানোর জন্য ডাকা হয়নি। কোনও নির্ভরযোগ্য ইতিহাস বা ডকুমেন্টে এমন তথ্য পাওয়া যায় না।

– বিখ্যাত লেখিকা জয়নাব গাল গজালির লেখা «أيام من حياتى» (আমার জীবনের দিনগুলো) শীর্ষক বইয়ে (যা বাংলা ভাষায় ‘কারাগারে রাত দিন” নামে মগবাজার, ঢাকা থেকে প্রকাশিত হয়েছে) সাইয়েদ কুতুবের কালিমা পড়ানোর বিষয়ে কোনও কিছুই উল্লেখ করা হয়নি। অথচ তিনি সে সময় সাইয়েদ কুতুবের বোন হামিদা কুতুবের সাথে একই জেলখানায় বন্দি ছিলেন এবং তিনি তার বইয়ে তখনকার বিভিন্ন ঘটনাবলি ও জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, ধরে নিলাম হয়ত, ফাঁসির সময় ব্রাদারহুডের কোনও নেতা-বা কর্মকর্তা সেখানে উপস্থিত ছিল না। যার কারণে তিনি হয়ত তা জানতে পারেননি। কিন্তু সাইয়েদ কুতুবের ফাঁসির শেষ মুহূর্তের ঘটনাবলীর বিস্তারিত বিবরণ সহ বই লিখেছেন, একমাত্র ব্যক্তি মেজর জেনারেল ফুয়াদ আল্লাম। (তিনি বাস্তবেও এসব ঘটনাবলীর চাক্ষুষ সাক্ষী ছিলেন)। বইটির নাম: “ব্রাদারহুড এবং আমি…মানশিয়া থেকে মানাসসা পর্যন্ত”
«الإخوان وأنا.. من المنشية إلى المنصة
এই বইয়ের মধ্যে তিনি ফাঁসির শেষ মুহূর্তের প্রতিটি ঘটনাবলী সবিস্তারে আলোচনা করেছেন। সেখানেও কালেমা পড়ানোর বিষয়টি লিখেননি। বরং মিসরের দৈনিক ‘আল ইয়াউমুস সাবি”-এর এক সাক্ষাৎকারে উক্ত মেজর জেনারেল বলেন,

«سيد قطب لم يفتح فمه بكلمة واحدة منذ أن تسلمته من السجن الحربى وحتى تنفيذ حكم الإعدام فيه داخل سجن الاستئناف، وكنت أجلس بجواره طوال الطريق» وتابع: «عندما سأله وكيل النيابة انت عايز حاجة ؟ لم يرد عليه، وتمتم بكلمات غير مفهومة»

“সাইয়েদ কুতুবকে সামরিক কারাগার থেকে গ্রহণ করার সময় থেকে আপিল কারাগারে তার ফাঁসি কার্যকর হওয়ার আগ পর্যন্ত একটি শব্দও মুখ খোলেননি এবং আমি সারা পথ তার পাশে বসে ছিলাম।” তিনি আরও বলেন, “যখন প্রসিকিউটর জিজ্ঞাসা করলেন সে, তোমার কি কিছু লাগবে? তিনি তাকে উত্তর দেননি, এবং অ বোধগম্য শব্দগুলি বিড়বিড় করছিলেন।”
[সূত্র: আল ইয়াওমুস সাবি পত্রিকার অনলাইন ভার্সন, প্রবন্ধ: সাইয়েদ কুতুব-এর মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে শাহাদাহ বাণী পাঠের বাস্তবতা-অনুদিত, সংক্ষেপায়িত ও পরিমার্জিত]
অত:এব যারা এই কথা নিয়ে মাতামাতি করছেন, তারা তাদের কথার সপক্ষে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা কর্তব্য, অন্যথায় মিথ্যা রটনা থেকে বিরত থাকা।
▬▬▬▬✿◈✿▬▬▬▬

লেখক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate