Monday, December 20, 2021

প্রচলিত ভুল : রাতে নখ বা চুল কাটা যাবে না !!!

 রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই। রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নেই; এমন বিশ্বাস বিভিন্ন এলাকায় রয়েছে। ইসলামী শরীয়াতে রাতে নখ, চুল ইত্যাদি কাটতে কোন বিধি-নিষেধ নেই।

রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই। রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নেই; এমন বিশ্বাস বিভিন্ন এলাকায় রয়েছে। ইসলামী শরীয়াতে রাতে নখ, চুল ইত্যাদি কাটতে কোন বিধি-নিষেধ নেই।
আর শরীয়াতের বিশুদ্ধ দলীল-প্রমাণ ছাড়া কোন কিছু বৈধ বা অবৈধ সাব্যস্থ করা যায় না। তাই আমাদেরকে এমন ভিত্তিহীন ধারণা বর্জণ করতে হবে।
আল্লাহ্ (সুবঃ) আমাদেরকে দ্বীন ইসলাম সহজভাবে বুঝার তৌফিক দিন আমিন! !!

No comments:

Post a Comment

Translate