Monday, December 20, 2021

ভাবস্ ও অহংকার

 Prisma software দিয়ে ভাবস্:-

নতুন সফটওয়ার শুধু iphone এর জন্য,তাই যেমনেই হোক prisma পিক দিয়ে বুঝাতে হবে fb বাসীদের যে, i have an iphone….

১.ফোন দিয়ে ভাবস্:-
আমার iphone তাই ফোনে কথা বলার সময়
আপেলের logo টা থেকে আজ্ঞুল সরিয়ে নেই!!
যাতে সবাই বুঝে আমি iphone চালাই.

২.বাইক দিয়ে ভাবস্:-
বাইক এ একটা সাইলেন্সার লাগাইছি,
যাতে করে সবাই বুঝে আমি বাইক চালাচ্ছি..
আর জ্যামে পরলে তো শুধু শুধু পিক আপ দেওয়া….
পাশের বাস এ বসে থাকা মেয়ের জন্য এই ভাবস্…..

৩.সার্ট দিয়ে ভাবস্:-
সার্ট বা T সার্ট এর কলার টা উচু করে একটা ভাবস্!!!

৪.রেস্টুরেন্ট এ সেলফি তুলে ভাবস্:-
প্রতি মাসে ২ ১ বার রেস্টুরেন্ট এ খাবার খেয়ে আর সেলফি upload করে বোঝাই যে,আমার প্রায়ই রেস্টরেন্ট এ আড্ডা দেওয়া হয়….

৫.DSLR এর পিক দিয়ে ভাবস্:-
এই বিষয়ে বলার কিছুই নাই,যেমনেই হোক DSLR এর একটা পিক ফেবুতে দেওয়া মানেই হচ্ছে আমার ভাবস্ টা টিকে আছে দুনিয়াবাসীর কাছে….

অনেক্ষন পেচাল পারলাম এখন শুনুন আসল কথা,,,
এই সকল ভাবস্ হলো অহংকার এর অন্তর্ভুক্ত,
তার প্রমান আপনার মনে এই ভাবস্ আসাটাই,,,

কিন্তু কি জানেন এই ভাব আপনাকে জাহান্নামী করতে যথেষ্ট??????

তাহলে শুনুন:—-

আবু সাঈদ খুদরি (রাঃ) ও আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তাঁরা বলেন,
রাসূলুল্লাহ)(সা) বলেন,
আল্লাহ তাআলা বলেছেন:
সম্মান হচ্ছে- আল্লাহর পরনের কাপড়;
আর অহংকার হচ্ছে- আল্লাহর চাদর।
যে ব্যক্তি এটা নিয়ে আমার সাথে
টানাটানি করে আমি তাকে শাস্তি দেই।”
[সহিহ মুসলিম (২৬২০)]

অহংকার এমন একটি গুণ
যা শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য।
যে ব্যক্তি এ গুণ নিয়ে আল্লাহর সাথে
টানাটানি করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন,
তার প্রতাপ নস্যাৎ করে দেন
ও তার জীবনকে সংকুচিত করে দেন।

আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত
তিনি নবী (সা) থেকে বর্ণনা করেন তিনি বলেন: “যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না।(মুসলিম)

নবী)(স) বলেন:
“কিয়ামতের দিন অহংকারীদেরকে
ছোট ছোট পিপীলিকার ন্যায়
মানুষের আকৃতিতে হাশরের ময়দানে
উপস্থিত করা হবে।
অপমান ও লাঞ্ছনা তাদেরকে
চতুর্দিক থেকে ঘিরে ফেলবে।
তাদেরকে জাহান্নামের একটি জেলখানায়
একত্রিত করা হবে, যার নাম হবে “বুলাস।
আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঢেকে ফেলবে।
জাহান্নামীদের শরীরের ঘাম তাদেরকে পান
করতে বাধ্য করা হবে।”।
[সুনানে তিরমিজি (২৪৯২)

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
তিনি বলেন নবী)(সা) অথবা
আবুল কাসেম বলেছেন:
একদা এক ব্যক্তি হুল্লা পরে,
আত্মম্ভরিতা নিয়ে,
মাথা আঁচড়িয়ে হাঁটছিল
এমতাবস্থায় আল্লাহ তাকে সহ
ভূমি ধ্বস করে দিলেন
এবং এভাবে কিয়ামত পর্যন্ত
সে নীচের দিকে যেতে থাকবে।”
[সহিহ বুখারি (৩২৯৭) ও সহিহ মুসলিম (২০৮৮)]

No comments:

Post a Comment

Translate