প্রশ্ন : ব্যবসার ক্ষেত্রে সামান্য মিথ্যা বলা যাবে কি? যেমন কোন পণ্য ৫০ টাকা
দিয়ে কেনা থাকলেও বিক্রি করার
সময় ১০০ টাকার উপরে কেনা
আছে এরূপ বলা যাবে কি?
-মোকাদ্দেস হোসাইন, পাঙ্গাশী, সিরাজগঞ্জ।
উত্তর : এরূপ মিথ্যা বলা যাবে না। যে তিন
শ্রেণীর লোকের সাথে আল্ললাহ
ক্বিয়ামতের দিন কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টি
দিবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না।
তাদের মধ্যে অন্যতম হ’ল ঐ ব্যবসায়ী, যে
মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে’ (মুসলিম
হা/১০৫, মিশকাত হা/২৭৯৫) । রাসূল (ছাঃ) বলেন, হে
ব্যবসায়ীর দল! তোমরা মিথ্যা কথা থেকে
বেঁচে থাকো (ত্বাবারাণী, ছহীহুত তারগীব
হা/১৭৯৩) । তিনি বলেন, ‘হে ব্যবসায়ী সম্প্রদায়!
ব্যবসাকার্যে বাজে কথা এবং অপ্রয়োজনে কসম
করা হয়ে থাকে। তাই ছাদাক্বা দ্বারা তোমরা তার
প্রায়শ্চিত্ত কর’ (তিরমিযী; মিশকাত হা/২৭৯৮) । তিনি
বলেন, মিথ্যা পাপের পথ দেখায়। আর পাপ
জাহান্নামের পথ প্রদর্শন করে’ (মুত্তাফাক্ব আলাইহ,
মিশকাত হা/৪৮২৪) । এছাড়া হাদীছে মিথ্যুকের শাস্তি
হিসাবে বর্ণিত হয়েছে যে, মিথ্যুকের এক
চোয়াল থেকে আরেক চোয়াল পর্যন্ত মাথা
বাঁকা লোহার অস্ত্র দিয়ে চিরে ফেলা হবে।
অতঃপর তা ভাল হয়ে যাবে। আবার চেরা হবে।
এভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে
(বুখারী হা/১৩৮৬; মিশকাত হা/৪৬২১) । অতএব মিথ্যা কথা
থেকে বেঁচে থাকা আবশ্যক।
No comments:
Post a Comment