Wednesday, March 3, 2021

হযরত লূত আঃ এর জীবনী

 



হযরত লূত (আঃ)৭. হযরত লূত (আলাইহিস সালাম)হযরত লূত (আঃ) ছিলেন হযরত ইবরাহীম (আঃ)-এর ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি ‘বাবেল’শহর থেকে হিজরত করে বায়তুল মুক্বাদ্দাসের অদূরে কেন‘আনে চলে আসেন।আল্লাহ লূত (আঃ)-কে নবুঅত দান করেন এবং কেন‘আন থেকে অল্প দূরে জর্ডান ওবায়তুল মুক্বাদ্দাসের মধ্যবর্তী ‘সাদূম’ অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্যপ্রেরণ করেন। এএলাকায় সাদূম, আমূরা, দূমা, ছা‘বাহ ও ছা‘ওয়াহ [1] নামে বড় বড় পাঁচটি শহর ছিল।কুরআন মজীদ বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে ‘মু’তাফেকাহ’ (নাজম ৫৩/৫৩) বা‘মু’তাফেকাত’ (তওবাহ ৯/৭০, হাক্বক্বাহ ৬৯/৯) শব্দে বর্ণনা করেছে। যার অর্থ ‘জনপদউল্টানো শহরগুলি’। এ পাঁচটি শহরের মধ্যে সাদূম ( ﺳﺪﻭﻡ) ছিল সবচেয়ে বড় এবং সাদূমকেইরাজধানী মনে করা হ’ত। হযরত লূত (আঃ) এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বরও শস্য-শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্নতাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। ‘সাদূম’ সম্পর্কে সকলে একমত। বাকী শহরগুলির নামকি, সেগুলির সংখ্যা তিনটি, চারটি না ছয়টি, সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয়শত, কয়হাযার বা কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইস্রাঈলী বর্ণনা,যা কেবলইতিহাসের বস্ত্ত হিসাবেগ্রহণ করা যায়। কুরআন ও হাদীছে শুধু মূল বিষয়বস্ত্তর বর্ণনাএসেছে, যা মানবজাতির জন্য শিক্ষণীয়।উল্লেখ্য যে, লূত (আঃ) সম্পর্কে পবিত্রকুরআনের ১৫টি সূরায় ৮৭টি আয়াতে বর্ণিত হয়েছে।[2]লূত (আঃ)-এর দাওয়াত :লূত (আঃ)-এরকওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরীতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবী উন্নতির চরমশিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকারধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাস-ব্যসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়-অনাচার ও নানাবিধদুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পুংমৈথুন বা সমকামিতারমতনোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোন জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু-জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়াতের জন্য আল্লাহ লূত (আঃ)-কে প্রেরণ করলেন। কুরআনে লূতকে ‘তাদের ভাই’ (শো‘আরা ২৬/১৬১) বলা হ’লেওতিনি ছিলেন সেখানে মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাঁকে ‘তাদের ভাই’বলা হয়েছে। তিনি এসেপূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদেরদাওয়াত দিয়ে বললেন, ﺇِﻧِّﻲْ ﻟَﻜُﻢْ ﺭَﺳُﻮْﻝٌ ﺃَﻣِﻴْﻦٌ، ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺃَﻃِﻴْﻌُﻮْﻥِ، ﻭَﻣَﺎ ﺃَﺳْﺄَﻟُﻜُﻢْ ﻋَﻠَﻴْﻪِ ﻣِﻦْ ﺃَﺟْﺮٍ ﺇِﻥْﺃَﺟْﺮِﻱَ ﺇِﻻَّ ﻋَﻠَﻰ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴْﻦَ، ‏( ﺍﻟﺸﻌﺮﺍﺀ ১৬২-১৬৪)-‘আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। অতএবতোমরা আল্লাহকে ভয়কর এবং আমার আনুগত্য কর। আমি এর জন্য তোমাদের নিকটেকোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদানতো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন’ (শো‘আরা২৬/১৬২-১৬৫)। অতঃপর তিনি তাদের বদভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, ﺃَﺗَﺄْﺗُﻮْﻥَ ﺍﻟﺬُّﻛْﺮَﺍﻥَ ﻣِﻦَﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴْﻦَ- ‘বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে(কুকর্মেরউদ্দেশ্যে- আ‘রাফ ৭/৮১)এসে থাক’? ‘আর তোমাদের স্ত্রীগণকে বর্জন কর,যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন? নিঃসন্দেহেতোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়’ (শো‘আরা ২৬/১৬৫-১৬৬)। জবাবে কওমের নেতারাবলল, ﻟَﺌِﻦ ﻟَّﻢْ ﺗَﻨﺘَﻪِ ﻳَﺎ ﻟُﻮْﻁُ ﻟَﺘَﻜُﻮْﻧَﻦَّ ﻣِﻦَ ﺍﻟْﻤُﺨْﺮَﺟِﻴْﻦَ، ﻗَﺎﻝَ ﺇِﻧِّﻲْ ﻟِﻌَﻤَﻠِﻜُﻢ ﻣِّﻦَ ﺍﻟْﻘَﺎﻟِﻴْﻦَ- ‏( ﺍﻟﺸﻌﺮﺍﺀ১৬৭-১৬৮)-‘হে লূত! যদি তুমি (এসব কথাবার্তা থেকে) বিরত না হও, তাহ’লে তুমি অবশ্যইবহিষ্কৃত হবে’। তিনি বললেন, ‘আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি’ (শো‘আরা২৬/১৬৭-১৬৮)। তিনি তাদের তিনটি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন, ﻭَﻟُﻮْﻃﺎً ﺇِﺫْ ﻗَﺎﻝَﻟِﻘَﻮْﻣِﻪِ ﺇِﻧَّﻜُﻢْ ﻟَﺘَﺄْﺗُﻮْﻥَ ﺍﻟْﻔَﺎﺣِﺸَﺔَ ﻣَﺎ ﺳَﺒَﻘَﻜُﻢْ ﺑِﻬَﺎ ﻣِﻦْ ﺃَﺣَﺪٍ ﻣِّﻦَ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ، ﺃَﺋِﻨَّﻜُﻢْ ﻟَﺘَﺄْﺗُﻮْﻥَ ﺍﻟﺮِّﺟَﺎﻝَ ﻭَﺗَﻘْﻄَﻌُﻮْﻥَﺍﻟﺴَّﺒِﻴْﻞَ ﻭَﺗَﺄْﺗُﻮْﻥَ ﻓِﻲْ ﻧَﺎﺩِﻳْﻜُﻢُ ﺍﻟْﻤُﻨْﻜَﺮَ ﻓَﻤَﺎ ﻛَﺎﻥَ ﺟَﻮَﺍﺏَ ﻗَﻮْﻣِﻪِ ﺇِﻻَّ ﺃَﻥْ ﻗَﺎﻟُﻮﺍ ﺍﺋْﺘِﻨَﺎ ﺑِﻌَﺬَﺍﺏِ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻥْ ﻛُﻨْﺘَﻤِﻦَﺍﻟﺼَّﺎﺩِﻗِﻴْﻦَ، ﻗَﺎﻝَ ﺭَﺏِّ ﺍﻧْﺼُﺮْﻧِﻲ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻤُﻔْﺴِﺪِﻳْﻦَ- ‏( ﺍﻟﻌﻨﻜﺒﻮﺕ ২৮-৩০)-‘তোমরা এমন অশ্লীলকাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি’। ‘তোমরা কি পুংমৈথুনেলিপ্ত আছ, রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছ’? জবাবে তাঁরসম্প্রদায় কেবল একথা বলল যে, আমাদের উপরে আল্লাহর গযব নিয়ে এসো, যদিতুমিসত্যবাদী হও’। তিনি তখন বললেন, ‘হে আমার পালনকর্তা! এই দুষ্কৃতিকারী সম্প্রদায়েরবিরুদ্ধে তুমি আমাকে সাহায্য কর’ (আনকাবূত ২৯/২৮-৩০; আ‘রাফ ৭/৮০)।লূত (আঃ)-এর দাওয়াতেরফলশ্রুতি :নিজ কওমের প্রতি হযরত লূত (আঃ)-এরদাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিভাতহয়। তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে, তাদের কেবলএকটাই জবাব ছিল, তুমি যে গযবের ভয় দেখাচ্ছ, তা নিয়ে আস দেখি? কিন্তু কোন নবীইস্বীয় কওমের ধ্বংস চান না। তাই তিনি ছবর করেন ও তাদেরকে বারবার উপদেশ দিতেথাকেন। তখন তারা অধৈর্য হয়ে বলে যে, ﺃَﺧْﺮِﺟُﻮْﻫُﻢ ﻣِّﻦْ ﻗَﺮْﻳَﺘِﻜُﻢْ ﺇِﻧَّﻬُﻢْ ﺃُﻧَﺎﺱٌ ﻳَّﺘَﻄَﻬَّﺮُﻭْﻥَ -‘এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও। এই লোকগুলি সর্বদা পবিত্রথাকতে চায়’ (আ‘রাফ ৭/৮২; নমল ২৭/৫৬)। তারা আল্লাহভীতি থেকে বেপরওয়া হয়ে অসংখ্যপাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে। কুরআন তাদের তিনটি প্রধান পাপ কর্মের উল্লেখকরেছে। (১) পুংমৈথুন (২) রাহাজানি এবং (৩) প্রকাশ্য মজলিসে কুকর্ম করা (আনকাবূত ২৯/২৯)।বলাবাহুল্য, সাদূমবাসীদের পূর্বে পৃথিবীতে কখনো এরূপ কুকর্ম কেউ করেছে বলেশোনা যায়নি। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতমচিন্তার উদ্রেক হয়নি। উমাইয়া খলীফা অলীদ ইবনেআবদুল মালেক (৮৬-৯৭/৭০৫-৭১৬ খৃঃ)বলেন, কুরআনে লূত (আঃ)-এর সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতেপারতাম না যে, কোন মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে’।[3] তাদের এই দুষ্কর্মেরবিষয়টি দু’টি কারণেছিল তুলনাহীন। এক- এ কুকর্মের কোন পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং একাজসম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল। দুই- এ কুকর্ম তারাপ্রকাশ্য মজলিসে করত, যা ছিলবেহায়াপনার চূড়ান্ত রূপ।বস্ত্ততঃ মানুষ যখন দেখে যে, সে কারু মুখাপেক্ষী নয়, তখন সেবেপরওয়া হয়’ (আলাক্ব ৯৬/৬-৭)। সাদূমবাসীদের জন্য আল্লাহ স্বীয় নে‘মত সমূহের দুয়ারখুলে দিয়েছিলেন। কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরী করে এবং ধনৈশ্বর্যেরনেশায় মত্ত হয়ে বিলাস-ব্যসন, কাম-প্রবৃত্তি ও লোভ-লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়েপড়ে যে, লজ্জা-শরম ও ভাল-মন্দের স্বভাবজাত পার্থক্যবোধটুকুও তারা হারিয়ে ফেলে।তারা এমন প্রকৃতি বিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয়, যা হারাম ও কবীরা গোনাহ তো বটেই,কুকুর-শূকরের মত নিকৃষ্ট জন্তু-জানোয়ারও এর নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশায়মত্ত হয় যে, লূত (আঃ)-এর উপদেশবাণী ও আল্লাহর গযবের ভীতি প্রদর্শন তাদেরহৃদয়ে কোন রেখাপাত করেনি। উল্টা তারা তাদের নবীকেই শহর থেকে বের করেদেবার হুমকি দেয় এবং বলে যে, ‘তোমার প্রতিশ্রুত আযাব এনে দেখাও, যদি তুমিসত্যবাদী হও’ (&আনকাবূত ২৯/২৯)। তখন লূত (আঃ) বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনাকরলেন। ফলে যথারীতি গযব নেমে এল। উল্লেখ্য যে, বর্তমান বিশ্বে মহামারীআকারে যে মরণ ব্যাধি এইড্সের বিস্তৃতি ঘটেছে, তার মূল কারণ হ’ল পুংমৈথুন, পায়ু মৈথুন ওসমকামিতা। ইসলামী শরী‘আতে এই কুকর্মের একমাত্র শাস্তি হ’ল উভয়ের মৃত্যুদন্ড (যদিউভয়ে ইচ্ছাকৃতভাবে একাজ করে)।[4]রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ﻣﻠﻌﻮﻥٌ ﻣﻦْ ﻋَﻤِﻞَ ﻋَﻤَﻞَ ﻗﻮﻡِ ﻟﻮﻁঅভিশপ্ত ঐ ব্যক্তি, যে লূতের কওমের মত কুকর্ম করে।[5] অন্যত্র তিনি বলেন, ﻻﻳﻨﻈﺮُﺍﻟﻠﻪُ ﻋﺰَّ ﻭﺟﻞَّ ﺇِﻟﻰ ﺭﺟﻞٍ ﺃﺗﻰ ﺭﺟُﻼً ﺃﻭ ﺍﻣﺮﺃﺓً ﻓﻰ ﺩُﺑﺮﻫﺎ আল্লাহ তা‘আলা ঐ ব্যক্তির প্রতি ফিরেতাকাবেন না, যে ব্যক্তি কোন পুরুষ বা নারীর মলদ্বারে মৈথুন করে’।[6] তিনি বলেন, ﺇِﻥَّﺃَﺧْﻮَﻑَ ﻣَﺎ ﺃَﺧَﺎﻑُ ﻋَﻠَﻰ ﺃُﻣَّﺘِﻰ ﻋَﻤَﻞُ ﻗَﻮْﻡِ ﻟُﻮﻁٍ আমি আমার উম্মতের জন্য সবচেয়ে (ক্ষতিকরহিসাবে) ভয় পাই লূত জাতির কুকর্মের’।[7] এইড্সের আতংকে ভয়ার্ত মানবজাতি শেষনবীরউক্ত বাণীগুলির প্রতি দৃষ্টি দিবে কি?গযবের বিবরণ :আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতামানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইবরাহীমের বাড়ীতে পদার্পণ করলেন। তিনিতাদেরকে মেহমানদারীর জন্য একটা আস্ত বাছুর গরু যবেহ করে ভুনা করে তাদেরসামনে পরিবেশন করলেন। কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইবরাহীম (আঃ) ভয়পেয়ে গেলেন (হূদ ১১/৬৯-৭০)। কেননা এটা ঐ সময়কার দস্যু-ডাকাতদেরই স্বভাব ছিল যে,তারা যে বাড়ীতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইত, তার বাড়ীতে খেত না।ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, ‘আমরা এসেছি অমুকশহরগুলি ধ্বংস করে দিতে। ইবরাহীম একথা শুনে তাদের সাথে ‘তর্ক জুড়ে দিলেন’ (হূদ১১/৭৪) এবং বললেন, ‘সেখানে যে লূত আছে। তারা বললেন, সেখানে কারা আছে, আমরাতা ভালভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তাঁর স্ত্রীব্যতীত। সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে’ (আনকাবূত ২৯/৩১-৩২)। অতঃপর তারাইবরাহীম দম্পতিকে ইসহাক-এরজন্মের সুসংবাদ শুনালেন।বিবি সারা ছিলেন নিঃসন্তান। অতিবৃদ্ধবয়সে এই সময় তাঁকে হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয় ইসহাকেরপরে তার ঔরসে যে ইয়াকূবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হ’ল (হূদ ১১/৭১-৭২)।উল্লেখ্য যে, ইয়াকূবের অপর নাম ছিল ‘ইস্রাঈল’ এবং তাঁর বংশধরগণকে বনু ইস্রাঈলবলা হয়।যে বংশে হাযার হাযার নবীর আগমন ঘটে।কেন‘আনে ইবরাহীম (আঃ)-এর নিকট থেকেবিদায় হয়ে ফেরেশতাগণ সাদূম নগরীতে ‘লূত (আঃ)-এর গৃহে উপস্থিত হ’লেন’ (হিজর১৫/৬১)। এ সময় তাঁরা অনিন্দ্য সুন্দর নওজোয়ান রূপে আবির্ভূত হন। কেননা আল্লাহ তা‘আলাযখন কোন জাতিকে ধ্বংস করেন, তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদূমজাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হ’ল। তারা যখন জানতে পারল যে, লূত-এরবাড়ীতে অতীব সুদর্শন কয়েকজন নওজোয়ান এসেছে, ‘তখন তারা খুশীতে আত্মহারাহয়ে সেদিকে ছুটে এল’ (হূদ ১১/৭৮)। এ দৃশ্য দেখে লূত (আঃ) তাদেরকে অনুরোধকরে বললেন, ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠﻪَ ﻭَﻻَ ﺗُﺨْﺰُﻭْﻥِ ﻓِﻲْ ﺿَﻴْﻔِﻲ ﺃَﻟَﻴْﺲَ ﻣِﻨْﻜُﻢْ ﺭَﺟُﻞٌ ﺭَﺷِﻴْﺪٌ – ‘তোমরাআল্লাহকে ভয় কর। অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদেরমধ্যে কি একজনও ভাল মানুষ নেই’? (হূদ ১১/৭৮)। কিন্তু তারা কোন কথাই শুনলো না। তারাদরজা ভেঙ্গে ঘরে ঢোকার উপক্রম করল। লূত (আঃ) বললেন, হায়! ﻭَﻗَﺎﻝَ ﻫَـﺬَﺍ ﻳَﻮْﻡٌ ﻋَﺼِﻴْﺐٌ -‘আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন’ (হূদ ১১/৭৭)। তিনি বললেন, ﻟَﻮْ ﺃَﻥَّ ﻟِﻴْﺒِﻜُﻢْ ﻗُﻮَّﺓً ﺃَﻭْ ﺁﻭِﻱ ﺇِﻟَﻰﺭُﻛْﻦٍ ﺷَﺪِﻳْﺪٍ – ‘হায়! যদি তোমাদের বিরুদ্ধে আমার কোন শক্তি থাকত, অথবা আমি কোন সুদৃঢ়আশ্রয় পেতাম’ (হূদ ১১/৮০)। এবার ফেরেশতাগণ আত্মপরিচয় দিলেন এবং লূতকে অভয়দিয়ে বললেন, ﻳَﺎ ﻟُﻮْﻁُ ﺇِﻧَّﺎ ﺭُﺳُﻠُﺮَﺑِّﻚَ ﻟَﻦْ ﻳَّﺼِﻠُﻮْﺍ ﺇِﻟَﻴْﻚَ ‘হে লূত! আমরাআপনার প্রভুর প্রেরিতফেরেশতা। ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না’ (হূদ ১১/৮১)।এজন্যেইআমাদের রাসূল (ছাঃ) বলেন, ﻳَﺮْﺣَﻢُ ﺍﻟﻠَّﻪُ ﻟُﻮﻃًﺎ ، ﻟَﻘَﺪْ ﻛَﺎﻥَ ﻳَﺄْﻭِﻯ ﺇِﻟَﻰ ﺭُﻛْﻦٍ ﺷَﺪِﻳﺪٍ ‘আল্লাহ রহম করুনলূতের উপরে, তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন’ (অর্থাৎ আল্লাহর আশ্রয়)।[8] অতঃপরজিবরীল তাদের দিকে পাখার ঝাপটা মারতেই বীর পুঙ্গরেরা সব অন্ধ হয়ে ভেগে গেল।আল্লাহ বলেন, ﻭَﻟَﻘَﺪْ ﺭَﺍﻭَﺩُﻭْﻩُ ﻋَﻦْ ﺿَﻴْﻔِﻪِ ﻓَﻄَﻤَﺴْﻨَﺎ ﺃَﻋْﻴُﻨَﻬُﻢْ ﻓَﺬُﻭﻗُﻮﺍ ﻋَﺬَﺍﺑِﻲْ ﻭَﻧُﺬُﺭِ ، ‘ওরা লূতের কাছেতার মেহমানদের দাবী করেছিল। তখন আমিতাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আস্বাদনকর আমার শাস্তি ও হুঁশিয়ারী’ (ক্বামার ৫৪/৩৭)।অতঃপর ফেরেশতাগণ হযরত লূত (আঃ)-কেস্বীয় পরিবারবর্গসহ (ক্বামার ৫৪/৩৪) ‘কিছু রাত থাকতেই’ এলাকা ত্যাগ করতে বললেন এবংবলে দিলেন যেন ‘কেউ পিছন ফিরেনা দেখে। তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত’।নিশ্চয়ই তার উপর ঐ গযব আপতিত হবে, যা ওদের উপরে হবে। ভোর পর্যন্তই ওদেরমেয়াদ। ভোর কি খুব নিকটে নয়’? (হূদ ১১/৮১; শো‘আরা ২৬/১৭১)। লূত (আঃ)-এর স্ত্রীঈমান আনেননি এবং হয়তবা স্বামীর সঙ্গে রওয়ানাই হননি। তারা আরও বললেন, ﻭَﺍﺗَّﺒِﻊْ ﺃَﺩْﺑَﺎﺭَﻫُﻢْ ﻭَﻻَﻳَﻠْﺘَﻔِﺖْ ﻣِﻨْﻜُﻢْ ﺃَﺣَﺪٌ ﻭَﺍﻣْﻀُﻮْﺍ ﺣَﻴْﺚُ ﺗُﺆْﻣَﺮُﻭﻥَ – ‘আপনি তাদের পিছে অনুসরণ করুন। আর কেউ যেনপিছন ফিরে না তাকায়। আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান’ (হিজর ১৫/৬৫)। এখানেআল্লাহ লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। বস্ত্ততঃ এটাই হ’লনেতার কর্তব্য।অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গযব কার্যকর হয়। লূতও তাঁর সাথীগণযখন নিরাপদ দূরত্বে পৌছেন, তখন জিবরীল (আঃ) আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ছুবহে ছাদিক-এর সময় একটি প্রচন্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপুড় করেফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘুর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়।যেমন আল্লাহ বলেন, ﻓَﻠَﻤَّﺎ ﺟَﺎﺀ ﺃَﻣْﺮُﻧَﺎ ﺟَﻌَﻠْﻨَﺎ ﻋَﺎﻟِﻴَﻬَﺎ ﺳَﺎﻓِﻠَﻬَﺎ ﻭَﺃَﻣْﻄَﺮْﻧَﺎ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺣِﺠَﺎﺭَﺓً ﻣِّﻦ ﺳِﺠِّﻴﻞٍﻣَّﻨﻀُﻮﺩٍ، ﻣُّﺴَﻮَّﻣَﺔً ﻋِﻨﺪَ ﺭَﺑِّﻚَ ﻭَﻣَﺎ ﻫِﻲَ ﻣِﻦَ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴْﻦَ ﺑِﺒَﻌِﻴﺪٍ- ‏(ﻫﻮﺩ ৮২-৮৩)-‘অবশেষে যখন আমাদেরহুকুম এসে পৌঁছল, তখন আমরা উক্ত জনপদের উপরকে নীচে করে দিলাম এবং তার উপরেক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম’। ‘যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল।আর ঐ ধ্বংসস্থলটি (বর্তমান আরবীয়) যালেমদের থেকে বেশী দূরে নয়’ (হূদ১১/৮২-৮৩)।এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি। কেননা তারা যেমনআল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল অর্থাৎ স্ত্রীসঙ্গ বাদ দিয়ে মানুষেরস্বভাববিরুদ্ধ ভাবে পুংমৈথুনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়েউপুড় করে শাস্তি দেওয়া হ’ল।ডঃ জামু বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্নআকারের এক হাযার উল্কাপিন্ড সংগ্রহ করেন। তন্মধ্যে সবচেয়েবড়টির ওযন ছিল ৩৬ টন।এর মধ্যে অনেকগুলি আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত। তাতে লালবর্ণের চিহ্নঅংকিত ছিল এবং ছিল তীব্র মর্মভেদী। বিস্তর গবেষণার পরে স্থির হয় যে,এগুলি সেই প্রস্তর, যা লূত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল’ (সংক্ষেপায়িত)।[9] ইতিহাস-বিজ্ঞানবলে, সাদূম ও আমুরার উপরে গন্ধক (Sulpher)-এর আগুন বর্ষিত হয়েছিল।[10]হযরত লূত(আঃ)-এর নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ককরার জন্য আল্লাহ পাক এরশাদ করেন, ﻭَﻣَﺎ ﻫِﻰَ ﻣِﻦَ ﺍﻟﻈَّﻠِﻤِﻴْﻦَ ﺑِﺒَﻌِﻴْﺪٍ ، ‘(জনপদ উল্টানো ওপ্রস্তর বর্ষণেনিশ্চিহ্ন ঐ ধ্বংসস্থলটি) বর্তমান কালের যালেমদের থেকে খুব বেশীদূরে নয়’ (হূদ ১১/৮৩)। মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুববেশী দূরের ছিল না। মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদাসেগুলো তাদের চোখে পড়ত। কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করতো না। বরংশেষনবী মুহাম্মাদ (ছাঃ)-কে অবিশ্বাস করত ও তাঁকে অমানুষিক কষ্ট দিত। আনাস (রাঃ) হ’তেবর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ﺇﺫﺍ ﺍﺳﺘﺤﻠﺖ ﺃﻣﺘﻲ ﺧﻤﺴﺎ ﻓﻌﻠﻴﻬﻢ ﺍﻟﺪﻣﺎﺭ : ﺇﺫﺍ ﻇﻬﺮ ﺍﻟﺘﻼﻋﻦﻭﺷﺮﺑﻮﺍ ﺍﻟﺨﻤﻮﺭ ﻭﻟﺒﺴﻮﺍ ﺍﻟﺤﺮﻳﺮ ﻭﺍﺗﺨﺬﻭﺍ ﺍﻟﻘﻴﺎﻥ ﻭﺍﻛﺘﻔﻰ ﺍﻟﺮﺟﺎﻝ ﺑﺎﻟﺮﺟﺎﻝ ﻭﺍﻟﻨﺴﺎﺀ ﺑﺎﻟﻨﺴﺎﺀ، ﺭﻭﺍﻩﺍﻟﺒﻴﻬﻘﻲ -‘যখন আমার উম্মত পাঁচটি বিষয়কে হালাল করে নেবে, তখন তাদের উপর ধ্বংসনেমে আসবে। (১) যখন পরস্পরে অভিসম্পাৎ ব্যাপক হবে (২) যখন তারা মদ্যপান করবে(৩) রেশমের কাপড় পরিধান করবে (৪) গায়িকা-নর্তকী গ্রহণ করবে (৫) পুরুষ-পুরুষে ওনারী-নারীতে সমকামিতা করবে’।[11]ধ্বংসস্থলের বিবরণ :কওমে লূত-এর বর্ণিতধ্বংসস্থলটিবর্তমানে ‘বাহরে মাইয়েত’ বা ‘বাহরে লূত’ অর্থাৎ ‘মৃত সাগর’ বা ‘লূত সাগর’ নামেখ্যাত। যা ফিলিস্তীন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপধারণ করে আছে।[12] যেটি সমুদ্র পৃষ্ঠ থেকেবেশ নীচু। এর পানিতে তৈলজাতীয়পদার্থ বেশী। এতে কোন মাছ, ব্যাঙএমনকি কোন জলজ প্রাণী বেঁচে থাকতেপারে না। এ কারণেই একে ‘মৃতসাগর’ বা ‘মরু সাগর’ বলা হয়েছে। সাদূম উপসাগর বেষ্টকএলাকায় একপ্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায়, সেগুলো মাটির স্তরেস্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামল-তাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তারমধ্যে পাওয়া যায় ধূলি-বালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়। Natron ওপেট্রোল তো আছেই। এই গন্ধক উল্কা পতনের অকাট্য প্রমাণ।[13] আজকাল সেখানেসরকারী প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ হ’তেপর্যটকদের জন্য আশপাশে কিছু হোটেল-রেস্তোঁরা গড়ে তোলা হয়েছে। কিন্তু এ ঘটনা থেকে শিক্ষা হাছিলের জন্য কুরআনীতথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণেরজন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হ’ত সবচাইতে যরূরী বিষয়। আজকের এইড্সআক্রান্ত বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ওবিলাসী ধনিক শ্রেণী তা থেকে শিক্ষাগ্রহণে সক্ষম হ’ত। কেননা এগুলি মূলতঃ মানুষের জন্য শিক্ষাস্থল হিসাবে আল্লাহ কর্তৃকনির্ধারিত হয়েছে। যেমন আল্লাহ বলেন, ﺇِﻥَّ ﻓِﻰْ ﺫَﺍﻟِﻚَ ﻟَﺂﻳَﺎﺕٍ ﻟِّﻠْﻤُﺘَﻮَﺳِّﻤِﻴْﻦَ، … ﺇِﻥَّ ﻓِﻰْ ﺫَﻟِﻚَ ﻟَﺎَﻳَﺔًﻟِّﻠْﻤُﺆْﻣِﻨِﻴْﻦَ-‘নিশ্চয়ই এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য’ … এবং বিশ্বাসীদেরজন্য’ (হিজর ১৫/৭৫, ৭৭)। একই ঘটনা বর্ণনা শেষেঅন্যত্র তিনি বলেন, ﻭَﻟَﻘَﺪْ ﺗَّﺮَﻛْﻨَﺎ ﻣِﻨْﻬَﺂ ﺁﻳَﺔًﺑَﻴِّﻨَﺔً ﻟِّﻘَﻮْﻡٍ ﻳَّﻌْﻘِﻠُﻮْﻥَ – ‘জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরাঅত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শনরেখে দিয়েছি’ (আনকাবূত ২৯/৩৫)।মুক্তিপ্রাপ্ত লোকদের সংখ্যা :তখন উক্ত জনপদে লূত-এর পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না। আল্লাহ বলেন, ﻓَﻤَﺎ ﻭَﺟَﺪْﻧَﺎ ﻓِﻴْﻬَﺎ ﻏَﻴْﺮَ ﺑَﻴْﺖٍ ﻣِّﻦَ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴْﻦَ -‘আমরা সেখানে একটি বাড়ী ব্যতীত কোন মুসলমান পাইনি’ (যারিয়াত ৫১/৩৬)। কুরআনীবর্ণনা অনুযায়ী উক্ত গযব হ’তে মাত্র লূত-এর পরিবারটি নাজাত পেয়েছিল। তাঁর স্ত্রীব্যতীত’ (আ‘রাফ ৭/৮৩)। তাফসীরবিদগণ বলেন, লূত-এর পরিবারের মধ্যে কেবল তাঁরদু’মেয়ে মুসলমান হয়েছিল।তবে লূত-এর কওমের নেতারা লূত-কে সমাজ থেকে বেরকরে দেবার যে হুমকি দেয়, সেখানে তারা বহুবচন ব্যবহার করে বলেছিল ﺃَﺧْﺮِﺟُﻮْﻫُﻢ ﻣِّﻦﻗَﺮْﻳَﺘِﻜُﻢْ ﺇِﻧَّﻬُﻢْ ﺃُﻧَﺎﺱٌ ﻳَّﺘَﻄَﻬَّﺮُﻭﻥَ . ‘এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও।কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়’ (আ‘রাফ৭/৮২; নমল ২৭/৫৬)। এতদ্ব্যতীতশহরথেকে বের হবার সময় আল্লাহ লূতকে ‘সবার পিছনে’ থাকতে বলেন (হিজর ১৫/৬৫)।অন্যত্র বলা হয়েছে ﻓَﻨَﺠَّﻴْﻨَﺎﻩُ ﻭَﺃَﻫْﻠَﻪُ ﺃَﺟْﻤَﻌِﻴﻦَ ‘অতঃপর আমরা তাকে ও তার পরিবার সবাইকেনাজাত দিলাম’ (শো‘আরা ২৬/১৭০)। এখানে ﺃﺟﻤﻌﻴﻦ বা ‘সবাইকে’ শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়াযায় যে, ঈমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল। অতএব এখানে লূত-এর ‘আহ্ল’ (আ‘রাফ ৮৩;হূদ৮১; নমল ৫৭; ক্বামার ৩৪) বা পরিবারবলতে লূত-এর দাওয়াত কবুলকারী ঈমানদারগণকেসম্মিলিতভাবে ‘আহলে ঈমান’ বা ‘একটি ঈমানদার পরিবার’ গণ্য করা যেতে পারে। তবে প্রকৃতঘটনা যেটাই হৌক না কেন, কেবলমাত্র নবীর অবাধ্যতা করলেই আল্লাহর গযব আসাটাঅবশ্যম্ভাবী। তার উপরে কেউ ঈমানআনুক বা না আনুক। হাদীছে এসেছে, ‘ক্বিয়ামতেরদিন অনেক নবীর একজন উম্মতও থাকবে না’।[14] এখানেলক্ষণীয় যে, নবীপত্নীহয়েও লূতের স্ত্রী গযব থেকে রেহাই পাননি। আল্লাহ নূহ পত্নী ও লূত পত্নীকেক্বিয়ামতের দিন বলবেন- ﻭَﻗِﻴﻞَ ﺍﺩْﺧُﻼَ ﺍﻟﻨَّﺎﺭَ ﻣَﻊَ ﺍﻟﺪَّﺍﺧِﻠِﻴﻦَ ، ‘যাওজাহান্নামীদের সাথে জাহান্নামেচলে যাও’ (তাহরীম ৬৬/১০)।শিক্ষণীয় বিষয় সমূহ :১. বান্দার প্রতিটি ভাল কিংবা মন্দ কর্মআল্লাহর সরাসরি দৃষ্টিতে রয়েছে। বান্দার সৎকর্মে তিনি খুশী হন ও মন্দ কর্মে নাখোশহন।২. নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেওয়া পর্যন্ত আল্লাহকোন অবাধ্য কওমকেধ্বংসকারী আযাবে গ্রেফতার করেন না।৩. কওমের নেতারা ও ধনিক শ্রেণী প্রথমেপথভ্রষ্ট হয় ও সমাজকে বিপথে নিয়ে যায়। তারা সর্বদা পূর্বেকার রীতি-নীতির দোহাইদেয় এবং তাদের হঠকারিতা ও অহংকারী কার্যকলাপের ফলেই আল্লাহর চূড়ান্ত গযব নেমেআসে (ইসরা ১৭/১৬; যুখরুফ ৪৩/২৩)। অতএব নেতৃস্থানীয় ব্যক্তিদের সর্বদা দূরদর্শী ওদায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক।৪. পুংমৈথুন বা পায়ুমৈথুন এমন একটি নিকৃষ্টতম স্বভাব, যাআল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। ব্যক্তিগত এই কুকর্ম কেবল ব্যক্তিকেই ধ্বংসকরে না, তা সমাজকে বিধ্বস্ত করে। বর্তমান এইড্স আক্রান্ত বিশ্ব তার বাস্তব প্রমাণ।৫. ঈমাননা থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গযব থেকে মুক্তি দিতেপারে না। যেমন লূত (আঃ)-এর স্ত্রীগযব থেকে রক্ষা পাননি।[1]. কুরতুবী, ইবনু কাছীর,হূদ ৮৩।[2]. যথাক্রমে সূরা আ‘রাফ ৭/৮০-৮৪=৫; তওবাহ ৯/৭০; হূদ ১১/৭০, ৭৪, ৭৬-৮৩=৮; ৮৯;হিজর ১৫/৫৮-৭৭=২০;আম্বিয়া ২১/৭৪-৭৫; হজ্জ ২২/৪৩; শো‘আরা ২৬/১৬০-১৭৫=১৬; নমল২৭/৫৪-৫৮=৫; আনকাবূত ২৯/৩১-৩৫=৫; ছাফফাত ৩৭/১৩৩-১৩৮=৬; ছোয়াদ ৩৮/১৩-১৫=৩; ক্বাফ৫০/১৩-১৪; যারিয়াত ৫১/৩১-৩৭=৭; তাহরীম ৬৬/১০; হা-ক্বক্বাহ ৬৯/৯-১০। সর্বমোট = ৮৭টি\[3]. তাফসীরে ইবনে কাছীর, আ‘রাফ ৮০।[4]. তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত, সনদ হাসানহা/৩৫৭৫ ‘দন্ডবিধি সমূহ’ অধ্যায়।[5]. রাযীন, সনদ হাসান, মিশকাত হা/৩৫৮৩।[6]. তিরমিযী, মিশকাতহা/৩৫৮৫।[7]. তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৩৫৭৭।[8]. বুখারী হা/৩১৩৫; মুসলিম হা/২১৬; মিশকাতহা/৫৭০৫ ‘ক্বিয়ামতের অবস্থা’ অধ্যায়, ‘সৃষ্টির সূচনা ও নবীগণের আলোচনা’ অনুচ্ছেদ।[9].মুহাম্মাদ আব্দুর রহীম, স্রষ্টা ও সৃষ্টিতত্ত্ব পৃঃ ২৫৬।[10]. স্রষ্টা ও সৃষ্টিতত্ত্ব, পৃঃ ২৫৮।[11].বায়হাক্বী, শু‘আবুল ঈমান, ত্বাবারানী, সনদ হাসান; আলবানী, ছহীহুত তারগীব হা/২৩৮৬।[12].সর্বশেষ হিসাব মতে উক্ত অঞ্চলটির আয়তন দৈর্ঘ্যে ৭৭ কিলোমিটার (প্রায় ৫০ মাইল),প্রস্থে ১২ কিঃ মিঃ (প্রায় ৯ মাইল) এবং গভীরতায় ৪০০ মিটার (প্রায় কোয়ার্টার মাইল)। -ঢাকা, দৈনিকইনকিলাব ২৮ এপ্রিল ২০০৯ পৃঃ ৮।[13]. স্রষ্টা ও সৃষ্টিতত্ত্ব, পৃঃ ২৫৮।[14]. মুত্তাফাক্ব আলাইহ,মিশকাত হা/৫২৯৬ ‘রিক্বাক্ব’ অধ্যায় ‘তাওয়াক্কুল ও ছবর’ অনুচ্ছেদ।

No comments:

Post a Comment

Translate