এ জীবনের ফুরোবে হিসেব
বন্ধ হবে যতো হিসেব খাতা---(।।)
‘‘মুছে যাবে একে এক’’ প্রতিটি স্মৃতি,
জীবন প্রদীপ নিভে রবে যেথা।
এ জীবনের ফুরোবে হিসেব
বন্ধ হবে যতো হিসেব খাতা
******
‘‘স্বপনে আঁকা ছবি ধুসর হবে,
লালীমার রং মেখে হারিয়ে যাবে’’......।।
‘‘কেন তবে এতো মায়া?
ভালোবাসার রঙিন ছাঁয়া’’......।।
এতো কেন বাসনা হায়.....সুখের তরে।
এ জীবনের ফুরোবে হিসেব
বন্ধ হবে যতো হিসেব খাতা।
******
‘‘সুরুযের হাসি আর রয় কতো বেলা,
সাঝের আঁধারে ডুবে আলোর মেলা’’......।।
‘‘জীবন তরী একা পাড়ি জমাবে,
সময় স্রোতে ভেসে অচেনা হবে’’........।।
‘‘মিশে যাবে দেহ রাশি
দিন ফুরে হবে নিশি’’
ভিড়বে না তরী কভু হায়...... ফিরে এ ঘাটে।
এ জীবনের ফুরোবে হিসেব
বন্ধ হবে যতো হিসেব খাতা---(।।)
‘‘মুছে যাবে একে এক’’ প্রতিটি স্মৃতি,
জীবন প্রদীপ নিভে রবে যেথা।
এ জীবনের ফুরোবে হিসেব
বন্ধ হবে যতো হিসেব খাতা
No comments:
Post a Comment