আল্লাহ সুবহানাহু তাআলার ৯৯ নাম ও তার অর্থ
লেখক: ইমাম ইবনে কাইয়্যিম (রহঃ) অনুবাদঃ ইউসুফ ইয়াসীন Print“আল্লাহ্’’ ৯৯ নামের অর্থমহান প্রভু, সবকিছুর সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ্। এটা হচ্ছে আল্লাহ্তা’আলার সর্বশ্রেষ্ঠ নাম। কারণ যে কোন গুণবাচক নাম দিয়েই আল্লাহ্র কথাবলা হোক না কেন, সব নাম দ্বারা আল্লাহ্কেই ইঙ্গিত করা হয়।যেমন, আল্লাহ্ তা’আলা বলেছেন,”তিনিই আল্লাহ্, যিনি ছাড়া লা ইলাহা ইল্লা হুয়া (আর কেউ নাই উপাসনাকরার), দৃশ্যমান এবং অদৃশ্যমান জগতের সব ব্যাপারে যিনি সম্যক অবগত। তিনিসবচাইতে দয়ালু, সবচাইতে ক্ষমাশীল। তিনিই আল্লাহ্, যিনি
ছাড়া লা ইলাহাইল্লা হুয়া, যিনি সবকিছুর অধিপতি, পূতঃপবিত্র, সবকিছুর উর্ধে, নিরাপত্তাপ্রদানকারী, অভিভাবক, সর্বশক্তিমান, সমুচ্চ, গৌরবান্বিত, সকল প্রশংসা তাঁরজন্য, তারা তাঁর সাথে যা কিছু শরিক করে সেগুলা থেকে তিনি অনেক উর্ধে।তিনি আল্লাহ্, যিনি শূন্য থেকে সৃষ্টি শুরু করেছেন, সবকিছু তৈরি করেছেন,আকৃতি দিয়েছেন। সবচাইতে ভাল নামগুলি তাঁর জন্যই প্রযোজ্য। মহাকাশ এবংপৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু তাঁর মহত্ত্ব বর্ণনা করে, এবং তিনিইসর্বশক্তিমান, সর্বজ্ঞ।” [৫৯:২২-২৪]এখানে আল্লাহ্ তা’আলা তাঁর কিছু গুণবাচক নামের উল্লেখ করেছেন।একইভাবে কুর’আনের অন্যত্র আল্লাহ্ বলেছেন,”…এবং (সব) সুন্দর সুন্দর নাম আল্লাহ্ তা’আলার জন্য, সুতরাং তাঁকে এসব নামেইডাক।” [৭:১৮০]এবং,”..বল (ও মুহাম্মাদ): আল্লাহ্ বলেই ডাক কিংবা সবচাইতে দয়ালু (আল্লাহ্) বলেইডাক, যে নামেই ডাকনা কেন (সবই এক), কারণ সবচাইতে ভাল নামগুলা তাঁরজন্যই।” [১৭:১১০]আবু হুরাইরাহ্ রাদিআল্লাহু তা’আলা আনহু কর্তৃক বর্ণিত, রসূল সল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম বলেছেন,”আল্লাহ্ তা’আলার রয়েছে নিরানব্বইটি নাম, একশো থেকে একটি কম, যে এইনামগুলি মনে রাখবে, বুঝবে এবং উপলব্ধি করবে, সে জান্নাহ -তেযাবে।” [বুখারি ৩.৫০:৮৯৪, মুসলিম ৩৫:৬৪৭৬, আত-তিরমধি ৫১.৮৭:৫১৩৮]“আল্লাহ্” এই নামটি হচ্ছে সব নামের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ। বাদবাকিনামগুলি (আত-তিরমিধি হতে) অর্থসহ নিচে দেয়া হল। ইনশা’আল্লাহ আমরাআমাদের সুবিধামত সময়ে এবং উপায়ে এই নামগুলি মনে রাখার চেষ্টা করব!প্রতিদিন কমপক্ষে ৩টি করে প্রায় এক মাসে, কিংবা ৫টি করে প্রায় ২০ দিনে,কিংবা ১০টি করে ১০দিনে এই নামগুলি মুখস্থ করে ফেলি। আল্লাহ্ আমাদেরসবাইকে জান্নাহ –এর অধিবাসী করুক। আমীন!ইনশাআল্লাহ্ আমরা কিছুদিন পর, একটা বই প্রকাশ করব যেইখানে আপনারা এইনামগুলির বিস্তারিত ব্যাখ্যা সহ পড়তে পারবেন।ক্রমিক নং নাম বাংলা অর্থ১. ﺍﻟﺮَّﺣْﻤَﻦُ আর-রহ়মান সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়২. ﺍﻟﺮَّﺣِﻴﻢُ আর-রহ়ীম সবচাইতে ক্ষমাশীল৩. ﺍﻟْﻤَﻠِﻚُ আল-মালিক অধিপতি৪. ﺍﻟْﻘُﺪُّﻭﺱُ আল-ক্বুদ্দূস পূতঃপবিত্র, নিখুঁত৫. ﺍﻟﺴَّﻠَﺎﻡُ আস-সালাম শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা৬. ﺍﻟْﻤُﺆْﻣِﻦُ আল-মু’মিন জামিনদার, সত্য ঘোষণাকারী৭. ﺍﻟْﻤُﻬَﻴْﻤِﻦُ আল-মুহাইমিন অভিভাবক, প্রতিপালক৮. ﺍﻟْﻌَﺰِﻳﺰُ আল-’আযীয সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত৯. ﺍﻟْﺠَﺒَّﺎﺭُ আল-জাব্বার দুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত১০. ﺍﻟْﻤُﺘَﻜَﺒِّﺮُ আল-মুতাকাব্বির সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত১১. ﺍﻟْﺨَﺎﻟِﻖُ আল-খলিক্ব সৃষ্টিকর্তা, (শূন্য থেকে)১২ ﺍﻟْﺒَﺎﺭِﺉُ আল-বারি’ বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী১৩. ﺍﻟْﻤُﺼَﻮِّﺭُ আল-মুসউয়ির আকৃতিদানকারী১৪. ﺍﻟْﻐَﻔَّﺎﺭُ আল-গফ্ফার পুনঃপুনঃ মার্জনাকারী১৫. ﺍﻟْﻘَﻬَّﺎﺭُ আল-ক্বহ্হার দমনকারী১৬. ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ আল-ওয়াহ্হাব স্থাপনকারী১৭. ﺍﻟﺮَّﺯَّﺍﻕُ আর-রযযাক্ব প্রদানকারী১৮. ﺍﻟْﻔَﺘَّﺎﺡُ আল-ফাত্তাহ় প্রারম্ভকারী, বিজয়দানকারী১৯. ﺍﻟْﻌَﻠِﻴﻢُ আল-’আলীম সর্বজ্ঞানী, সর্বদর্শী২০. ﺍﻟْﻘَﺎﺑِﺾُ আল-ক্ববিদ় নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী২১. ﺍﻟْﺒَﺎﺳِﻂُ আল-বাসিত প্রসারণকারী২২. ﺍﻟْﺨَﺎﻓِﺾُ আল-খ়¯ফিদ় (অবিশ্বাসীদের) অপমানকারী২৩. ﺍﻟﺮَّﺍﻓِﻊُ আর-ঢ়¯ফি’ উন্নীতকারী২৪. ﺍﻟْﻤُﻌِﺰُّ আল-মু’ইয্ব সম্মানপ্রদানকারী২৫. ﺍﻟْﻤُﺬِﻝُّ আল-মুঝ়িল সম্মানহরণকারী২৬. ﺍﻟﺴَّﻤِﻴﻊُ আস-সামী’ সর্বশ্রোতা২৭. ﺍﻟْﺒَﺼِﻴﺮُ আল-বাসী়র সর্বদ্রষ্টা২৮. ﺍﻟْﺤَﻜَﻢُ আল-হা়কাম বিচারপতি২৯. ﺍﻟْﻌَﺪْﻝُ আল-’আদল্ নিখুঁত৩০. ﺍﻟﻠَّﻄِﻴﻒُ আল-লাতীফ অমায়িক৩১. ﺍﻟْﺨَﺒِﻴﺮُ আল-খবীর সম্যক অবগত৩২. ﺍﻟْﺤَﻠِﻴﻢُ আল-হ়ালীম ধৈর্যবান, প্রশ্রয়দাতা৩৩. ﺍﻟْﻌَﻈِﻴﻢُ আল-’আযীম সুমহান৩৪. ﺍﻟْﻐَﻔُﻮﺭُ আল-গ’ফূর মার্জনাকারী৩৫. ﺍﻟﺸَّﻜُﻮﺭُ আশ-শাকূর সুবিবেচক৩৬. ﺍﻟْﻌَﻠِﻲُّ আল-’আলিই মহীয়ান৩৭. ﺍﻟْﻜَﺒِﻴﺮُ আল-কাবীর সুমহান৩৮. ﺍﻟْﺤَﻔِﻴﻆُ আল-হ়াফীয সংরক্ষণকারী৩৯. ﺍﻟْﻤُﻘِﻴﺖُ আল-মুক্বীত লালনপালনকারী৪০. ﺍﻟْﺤَﺴِﻴﺐُ আল-হ়াসীব মীমাংসাকারী৪১. ﺍﻟْﺠَﻠِﻴﻞُ আল-জালীল গৌরবান্বিত৪২. ﺍﻟْﻜَﺮِﻳﻢُ আল-কারীম উদার, অকৃপণ৪৩. ﺍﻟﺮَّﻗِﻴﺐُ আর-রক্বীব সদা জাগ্রত,অতন্দ্র পর্যবেক্ষণকারী৪৪. ﺍﻟْﻤُﺠِﻴﺐُ আল-মুজীব সাড়া দানকারী, উত্তরদাতা৪৫. ﺍﻟْﻮَﺍﺳِﻊُ আল-ওয়াসি’ অসীম, সর্বত্র বিরাজমান৪৬. ﺍﻟْﺤَﻜِﻴﻢُ আল-হ়াকীম সুবিজ্ঞ, সুদক্ষ৪৭. ﺍﻟْﻮَﺩُﻭﺩُ আল-ওয়াদূদ স্নেহশীল৪৮. ﺍﻟْﻤَﺠِﻴﺪُ আল-মাজীদ মহিমান্বিত৪৯. ﺍﻟْﺒَﺎﻋِﺚُ আল-বা‘ইস় পুনরুত্থানকারী৫০. ﺍﻟﺸَّﻬِﻴﺪُ আশ-শাহীদ সাক্ষ্যদানকারী৫১. ﺍﻟْﺤَﻖُّ আল-হাক্ক্ব প্রকৃত সত্য,৫২. ﺍﻟْﻮَﻛِﻴﻞُ আল-ওয়াকীল সহায় প্রদানকারী,আস্থাভাজন, উকিল৫৩. ﺍﻟْﻘَﻮِﻱُّ আল-ক্বউই ক্ষমতাশালী৫৪. ﺍﻟْﻤَﺘِﻴﻦُ আল মাতীন সুদৃঢ়, সুস্থির৫৫. ﺍﻟْﻮَﻟِﻲُّ আল-ওয়ালিই বন্ধু, সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী৫৬. ﺍﻟْﺤَﻤِﻴﺪُ আল-হ়ামীদ সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়৫৭. ﺍﻟْﻤُﺤْﺼِﻲ আল-মুহ়সী বর্ণনাকারী, গণনাকারী৫৮. ﺍﻟْﻤُﺒْﺪِﺉُ আল-মুব্দি’ অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা৫৯. ﺍﻟْﻤُﻌِﻴﺪُ আল-মু’ঈদ পুনঃপ্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি৬০. ﺍﻟْﻤُﺤْﻴِﻲ আল-মুহ়ীই জীবনদানকারী৬১. ﺍﻟْﻤُﻤِﻴﺖُ আল-মুমীত ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী৬২. ﺍﻟْﺤَﻲُّ আল-হ়াইই চিরঞ্জীব, যার কোন শেষ নাই৬৩. ﺍﻟْﻘَﻴُّﻮﻡُ আল-ক্বইয়ূম অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী৬৪. ﺍﻟْﻮَﺍﺟِﺪُ আল-ওয়াজিদ পর্যবেক্ষক, আবিষ্কর্তা, চিরস্থায়ী৬৫. ﺍﻟْﻤَﺎﺟِﺪُ আল-মাজিদ সুপ্রসিদ্ধ৬৬. ﺍﻟْﻮَﺍﺣِﺪُ আল-ওয়াহ়িদ এক, অনন্য, অদ্বিতীয়৬৭. ﺍﻟﺼَّﻤَﺪُ আস-সমাদ চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ৬৮. ﺍﻟْﻘَﺎﺩِﺭُ আল-ক্বদির সর্বশক্তিমান৬৯. ﺍﻟْﻤُﻘْﺘَﺪِﺭُ আল-মুক্বতাদির প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী৭০. ﺍﻟْﻤُﻘَﺪِّﻡُ আল-মুক্বদ্দিম অগ্রগতিতে সহায়তা প্রদানকারী৭১. ﺍﻟْﻤُﺆَﺧِّﺮُ আল-মুআক্ষির বিলম্বকারী৭২. ﺍﻟْﺄَﻭَّﻝُ আল-আউয়াল সর্বপ্রথম, যার কোন শুরু নাই৭৩ ﺍﻟْﺂﺧِﺮُ আল-আখির সর্বশেষ, যার কোন শেষ নাই৭৪. ﺍﻟﻈَّﺎﻫِﺮُ আজ়-জ়়হির সুস্পষ্ট, সুপ্রতীয়মান, বাহ্য (যা কিছু দেখা যায়)৭৫. ﺍﻟْﺒَﺎﻃِﻦُ আল-বাত়িন লুক্কায়িত, অস্পষ্ট, অন্তরস্থ (যা কিছু দেখা যায় না)৭৬. ﺍﻟْﻮَﺍﻟِﻲَ আল-ওয়ালি সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু৭৭. ﺍﻟْﻤُﺘَﻌَﺎﻟِﻲ আল-মুতা’আলী সর্বোচ্চ মহিমান্বিত, সুউচ্চ৭৮. ﺍﻟْﺒَﺮُّ আল-বার্র কল্যাণকারী৭৯. ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ আত-তাওয়াব বিনম্র, সর্বদা আবর্তিতমান৮০. ﺍﻟْﻤُﻨْﺘَﻘِﻢُ আল-মুন্তাক্বিম প্রতিফল প্রদানকারী৮১. ﺍﻟْﻌَﻔُﻮُّ আল-’আফুউ শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী৮২. ﺍﻟﺮَّﺀُﻭﻑُ আর-র’ওফ সদয়, সমবেদনা প্রকাশকারী৮৩. ﻣَﺎﻟِﻚُ ﺍﻟْﻤُﻠْﻚِ মালিকুল মুলক্ সার্বভৌম ক্ষমতার অধিকারী৮৪. ﺫُﻭ ﺍﻟْﺠَﻠَﺎﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ জ়়ুল জালালি ওয়াল ইকরম মর্যাদা ও ঔদার্যের প্রভু৮৫. ﺍﻟْﻤُﻘْﺴِﻂُ আল-মুক্বসিত় ন্যায়পরায়ণ, প্রতিদানকারী৮৬. ﺍﻟْﺠَﺎﻣِﻊُ আল-জামি’ একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী৮৭. ﺍﻟْﻐَﻨِﻲُّ আল-গ’নিই ঐশ্বর্যবান, স্বতন্ত্র৮৮. ﺍﻟْﻤُﻐْﻨِﻲ আল-মুগ’নি সমৃদ্ধকারী, উদ্ধারকারী৮৯. ﺍﻟْﻤَﺎﻧِﻊُ আল-মানি’ প্রতিরোধকারী, রক্ষাকর্তা৯০ ﺍﻟﻀَّﺎﺭُّ আদ়-দ়়র্র যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী৯১. ﺍﻟﻨَّﺎﻓِﻊُ আন-নাফি’ অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী৯২. ﺍﻟﻨُّﻮﺭُ আন-নূর আলোক৯৩. ﺍﻟْﻬَﺎﺩِﻱ আল-হাদী পথপ্রদর্শক৯৪. ﺍﻟْﺒَﺪِﻳﻊُ আল-বাদী’ অতুলনীয়, অনিধগম্য (Unattainable),৯৫. ﺍﻟْﺒَﺎﻗِﻲ আল-বাকী অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়৯৬. ﺍﻟْﻮَﺍﺭِﺙُ আল-ওয়ারিস় সবকিছুর উত্তরাধিকারী৯৭. ﺍﻟﺮَّﺷِﻴﺪُ আর-রশীদ সঠিক পথের নির্দেশক৯৮. ﺍﻟﺼَّﺒُﻮﺭُ আস-সবূর ধৈর্যশীলশুত্রঃ কুর’আন বুঝুন
No comments:
Post a Comment