Monday, June 19, 2023

হজ বা উমরা সফরে মহিলাদের জন্য হোটেলে সালাত আদায় করা অধিক উত্তম মসজিদে হারামে সালাত আদায় করার থেকে

 প্রশ্ন: আমার মা এবার হজের যাবেন ইনশাআল্লাহ। হজের গাইড বইয়ে লেখা দেখলাম, “মহিলাদের মসজিদের জামাতের চাইতে হোটেলে সালাত পড়াই অধিক উত্তম।” কথাটা কতটুকু সত্য জানতে চাই।▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর: মহান আল্লাহ আপনার মাকে সুস্থতা ও নিরাপত্তার সাথে ভালোভাবে হজ আদায়ের তওফিক দান করুন। আমিন। অতঃপর উক্ত কথাটি সঠিক। কেননা একাধিক বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে যে, মহিলাদের জন্য তাদের নিজ গৃহে সালাত আদায় করা উত্তম। গৃহের মধ্যে সবচেয়ে নির্জন কক্ষে সালাত আদায় করা আরো অধিক উত্তম-মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে সালাত আদায় করার থেকেও। এই মর্মে হাদিস হলো,
عَنْ أُمِّ حُمَيْدٍ امْرَأَةِ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّهَا جَاءَتِ إلى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أُحِبُّ الصَّلَاةَ مَعَكَ، قَالَ: ” قَدْ عَلِمْتُ أَنَّكِ تُحِبِّينَ الصَّلَاةَ مَعِي، وَصَلَاتُكِ فِي بَيْتِكِ خَيْرٌ لَكِ مِنْ صَلَاتِكِ فِي حُجْرَتِكِ، وَصَلَاتُكِ فِي حُجْرَتِكِ خَيْرٌ مِنْ صَلَاتِكِ فِي دَارِكِ، وَصَلَاتُكِ فِي دَارِكِ خَيْرٌ مِنْ صَلَاتِكِ فِي مَسْجِدِ قَوْمِكِ، وَصَلَاتُكِ فِي مَسْجِدِ قَوْمِكِ خَيْرٌ مِنْ صَلَاتِكِ فِي مَسْجِدِي “، قَالَ: فَأَمَرَتْ فَبُنِيَ لَهَا مَسْجِدٌ فِي أَقْصَى شَيْءٍ مِنْ بَيْتِهَا وَأَظْلَمِهِ، فَكَانَتْ تُصَلِّي فِيهِ حَتَّى لَقِيَتِ اللهَ عَزَّ وَجَلَّ (رواه أحمد وابن خزيمة وابن حبان في صحيحيهما)
উম্মে হুমায়েদ রা. থেকে বর্ণিত। তিনি ছিলেন আবু হুমায়েদ রা. এর স্ত্রী। তিনি একবার নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল! আমি আপনার সাথে মসজিদে নববিতে সালাত আদায় করতে ভালবাসি।
রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ’’আমি জানি, তুমি আমার সাথে সালাত আদায় করতে ভালবাস। কিন্তু তোমার জন্যে ক্ষুদ্র কুঠরীতে সালাত পড়া বাড়িতে (প্রশস্ত ঘরের মধ্যে) সালাত পড়ার চেয়ে উত্তম। আর বাড়িতে সালাত পড়া, বাড়ির উঠানে সালাত পড়ার চেয়ে উত্তম। নিজ বাড়ির উঠানে সালাত পড়া মহল্লার মসজিদে সালাত পড়ার চেয়ে উত্তম। আর মহল্লার মসজিদে সালাত পড়া আমার মসজিদে (মসজিদে নববীতে) সালাত পড়ার চেয়ে উত্তম।’’ তারপর উম্মে হুমাইদ রা. আদেশে তার জন্যে তার নিজ ঘরের ভিতরে অন্ধকার স্থানে একটি সালাতের জায়গা বানিয়ে দেওয়া হল। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই ক্ষুদ্র অন্ধকার কুঠরীতে সালাত আদায় করেছেন। [হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম আহমাদ ৬/৩৭১, ইবনে খুযায়মা ৩/৯৫, ইবনে হিব্বান ৪/২২]। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনাকারী মহিলা সাহাবিকে মসজিদে নববিতে সালাত আদায় করার চেয়েও তার নিজ গৃহে সালাত আদায় করা অধিক উত্তম বলেছেন।
সুতরাং মহিলাদের জন্য মসজিদে সালাত আদায় করা জায়েজ হলেও সর্বাবস্থায় বাড়িতে সালাত আদায় করা এবং হজ ও ওমরা সফরে মক্কা-মদিনায় অবস্থানকালে হোটেলে সালাত আদায় করা অধিক উত্তম। অর্থাৎ উক্ত হাদিস অনুযায়ী সে হোটেলে সালাত আদায় করলেও মক্কার মসজিদুল হারামে (এক লক্ষ গুণ), এবং মদিনার মসজিদে নববীতে (১০০০ গুন) সালাত আদায়ের থেকে বেশি সওয়াব পাবে ইনশাআল্লাহ। তবে ইচ্ছে করলে হারামে গিয়েও সালাত আদায় করতে পারে। কেননা হাদিসে এসেছে, ইবনে উমর রা. সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لَا تَمْنَعُوا إِمَاءَ اللهِ مَسَاجِدَ اللهِ
“তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদ সমূহে যেতে বাধা দিও না।” [সহিহ বুখারি, অধ্যায়: জুমার সালাত, অনুচ্ছেদ: মহিলাদেরকে রাতে (সালাতের জন্য) মসজিদে যেতে অনুমতি দিবে, হা/ ৯০০ এবং সহিহ মুসলিম, অধ্যায়: সালাত, অনুচ্ছেদ: নারীদের মসজিদে গমন করা-নাফি‘ সূত্রে]

এ মর্মে আরো একাধিক হাদিস রয়েছে।

– এই ক্ষেত্রে যাতায়াতের পথে পূর্ণ পর্দা করবে (মুখমণ্ডল এবং দুই হাতের কব্জি ঢাকা সহকারে),
– আতর-সুগন্ধি ব্যবহার থেকে দূরে থাকবে,
– মহিলাদের জন্য নির্ধারিত স্থানে সালাত আদায় করবে,
– পর পুরুষের শরীরের স্পর্শ যেন না লাগে সেজন্য ভিড়ের মধ্যে প্রবেশ থেকে সতর্ক থাকবে।
– সর্বোপরি সব ধরনের ফিতনা থেকে দূরে থাকবে।

🔹আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আলবানিকে‌ প্রশ্ন করা হয় যে, হাদিসে আছে যে, “একজন মহিলার জন্য বাড়িতে সালাত আদায় করা অধিক উত্তম মসজিদ থেকে।” কিন্তু কোন মহিলা যদি মক্কায় থাকে তার জন্যও কি হারামে সালাত পড়ার থেকে হোটেলে সালাত পড়া অধিক উত্তম হবে?

উত্তরে তিনি বলেন,

إي واضح بالإيجاب ، ألا وهو أن صلاة المرأة حيث كانت ، في أيِّ بلد حلَّت ، حتى ولو كانت في مكة ، أو في المدينة ، أو في بيت المقدس ؛ فصلاتها في بيتها أفضل لها من صلاتها في المسجد ، كذلك هو الشأن بالنسبة للرجل فيما يتعلَّق بالنوافل من الصلوات ، فالأفضل له أن يصلي هذه النوافل في بيته وليس في المسجد ، حتى ولو كان المسجد الحرام ؛ ذلك لدليلين اثنين :
“হ্যাঁ, উত্তর স্পষ্ট। আর তা হল, একজন মহিলার সালাত-সে যেখানেই থাকুক না কেন, ‌যে শহরেই যাক না কেন-যদিও তা মক্কা, মদিনা বা বাইতুল মাকদিস হয় তার জন্য তার বাড়িতে সালাত করা অধিক উত্তম মসজিদ থেকে। যেমন বিষয়টি পুরুষের জন্যও প্রযোজ্য বাড়িতে নফল সালাতের ক্ষেত্রে। তার জন্য বাড়িতে নফল সালাত আদায় করা অধিক উত্তম; মসজিদে নয়। এমনকি মসজিদে হারাম থেকেও। তা দুইটি দলিলের কারণে। (এরপরে তিনি এ প্রসঙ্গে দুইটি হাদিসের দলিল উল্লেখ করেন)।‌” [সোর্স: al-albaby]
আল্লাহু আলম।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-

No comments:

Post a Comment

Translate