প্রশ্ন: ফেসবুকে একটা পোস্ট চোখে পড়ছে যে, “যখন স্বামী বাইরে থেকে পেরেশান হয়ে বাড়ি ফিরে তখন যদি স্ত্রী স্বামীকে মারহাবা বলে সান্ত্বনা দেয় তাহলে ঐ স্ত্রীকে জিহাদের অর্ধেক পরিমাণে নেকী দেওয়া হয়।”-এ কথা কি সঠিক?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬
উত্তর: না, এ কথা সঠিক নয় বরং তা হাদিসের নামে মিথ্যাচার। দাম্পত্য জীবনের স্বাভাবিক নিয়ম হল, স্বামী যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবে তখন সালাম দিয়ে দুআ পড়ে প্রবেশ করবে। আর স্ত্রী এগিয়ে এসে হাসিমুখে তাকে স্বাগত জানাবে, তার কোন প্রয়োজন থাকলে পূরণ করবে, ক্ষুধার্ত থাকলে খাবার পরিবেশন করবে, ক্লান্ত থাকলে বিশ্রামের ব্যবস্থা করবে। এভাবে সম্মান, সেবা ও ভালোবাসা দিয়ে স্বামীকে খুশি করার চেষ্টা করবে। স্বামীও আন্তরিক ভালোবাসা দিয়ে তার স্ত্রীর হৃদয়কে ভরে দিবে এবং তারা উভয়েই কুরআন-হাদিসে বর্ণিত স্বামী-স্ত্রীর পারস্পারিক অধিকার ও দায়িত্ব-কতর্ব্যের আলোকে তাদের দাম্পত্য জীবনকে সাজানোর সর্বাত্মক চেষ্টা করবে। তাহলেই আল্লাহ চাহে তো তাদের দাম্পত্য জীবন হয়ে উঠবে আনন্দ মুখর ও সুখ-শান্তিতে পরিপূর্ণ। কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা প্রকাশ ও দায়িত্ববোধের নামে এ সব জাল ও ভিত্তিহীন হাদিস বর্ণনা করা জায়েজ নয়। হাদিসের নামে এসব বানোয়াট কথাবার্তা দ্বারা জি/হাদের মত এত উচ্চ মর্যাদাপূর্ণ ইবাদতকে (যাকে হাদিসে ইসলামের ‘সর্বোচ্চ চূড়া’ বলে আখ্যায়িত করা হয়েছে) এত হালকা করার ব্যাপারে আল্লাহকে ভয় করা উচিৎ। আমাদের মনে রাখা কর্তব্য যে, কেউ যদি জেনে-বুঝে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নামে মিথ্যা হাদিস বর্ণনা করে তাহলে তার পরিণতি জাহান্নাম। তাই তো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানোয়াট হাদিস বর্ণনার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন,
مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّداً فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
“যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আমার উপর মিথ্যা রোপ করল (মিথ্যা হাদিস বর্ণনা করল), সে যেন জাহান্নামে নিজের ঠিকানা করে নিলো।” [সহিহ বুখারি, অনুচ্ছেদ: আম্বিয়াদের হাদিস, হাদিস নম্বর ৩২৭৪]
● তিনি আরও বলেন,
كفى بالمرء كذباً أن يحدث بكل ما سمع
“মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে তাই বর্ণনা করবে।” [সহিহ মুসলিম এর ভূমিকা, আবু দাউদ ৪/২৯৮, ইবনে হিব্বান, ১/২১৩]
● অন্য বর্ণনায় এসেছে
كفى بالمرء إثما أن يحدث بكل ما سمع
“গুনাহ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে তাই বর্ণনা করবে।” [সিলসিলা সহিহা, হা/২০২৫] আল্লাহ আমাদেরকে ইসলামের নামে সব ধরণের বিভ্রান্তি মূলক ও ভিত্তিহীন কথাবার্তা থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহু আলাম।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।
No comments:
Post a Comment