Wednesday, February 22, 2023

প্রতিবেশীর হক

 প্রশ্ন: ইসলামে প্রতিবেশীর হকগুলো কী কী?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর: ইসলামে প্রতিবেশীর প্রতি যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। এ মর্মে কুরআন-সুন্নাহ তাদের প্রতি করণীয় ও বর্জনীয় বিষয়ে অনেক কথা বর্ণিত হয়েছে। নিম্নে ইসলামের দৃষ্টিতে তাদের কতিপয় হক অতি সংক্ষেপে উল্লেখ করা হল:
১) তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা।
২) সে কষ্ট দিলে যথাসম্ভব ধৈর্য ধারণ করা।
৩) তার প্রতি দয়া ও বন্ধুত্ব সুলভ আচরণ করা।
৪) তাকে সম্মান করা।
৬) বিপদাপদে সাহায্য করা।
৭) তার সাথে যথাসম্ভব বিবাদে লিপ্ত না হওয়া।
৮) রোগ-ব্যাধিতে দেখতে যাওয়া বা প্রয়োজনীয় সেবা করা।
৯) দেখা হলে হাসি মুখে কথা বলা।
১০) সালাম বিনিময় করা।
১১) মারা গেলে কাফন-দাফন ও জানাজায় অংশ গ্রহণ করা।
১২) কেউ তার ক্ষতি করতে চাইলে যথাসম্ভব তাকে প্রতিহত করা।
১৩) তার সাথে ভালবাসা পূর্ণ সম্পর্ক রাখা।
১৪) ক্ষতিকর কিছু ঘটলে যথাসাধ্য সাহায্য করা ও সমবেদনা জানানো।
১৫) তার খুশিতে শরিক হওয়া।
১৬) মাঝে-মধ্যে তার বাড়িতে উপহার পাঠানো।
১৭) তার মাঝে শরিয়ত বিরোধী কিছু দেখলে তাকে আন্তরিকভাবে নসিহত করা।
১৮) দীনী বিষয়ে না জানলে জ্ঞানদান করা।
১৯) কাফির হলে দীনের দাওয়াত দেওয়া।
২০) তার মধ্যে হঠাৎ ঘটে যাওয়া কোন ত্রুটি-বিচ্যুতি দেখলে তা লোক সম্মুখে প্রকাশ না করা এবং যথাসাধ্য গোপনে সংশোধন করার চেষ্টা করা ইত্যাদি।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate