প্রশ্ন: কবরের মানুষও কি দাজ্জালের ফেতনায় পড়বে?
উত্তর:
দাজ্জাল শব্দের অর্থ: মিথ্যুক, প্রতারক, ভণ্ড, পথভ্রষ্ট কারী মিথ্যা দাবীদার, ছদ্মবেশী। হাদিসে যাকে বলা হয়েছে, المسيح الدجّال ‘আল মাসিহুদ্দাজ্জাল’ আর বাইবেলে বলা হয়েছে, AntiChrist বা খ্রিস্ট বিরোধী।
পৃথিবীতে মুসলিমদের জন্য যত বড় বড় ফিতনার আবির্ভাব হয়েছে এবং হবে দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। সকল নবী-রাসূলই তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপার সতর্ক করেছেন।
ইবনে উমর রা. নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন,
«إِنِّي لَأُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنِّي أَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ: تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ»
“আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবীই তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলব যা কোন নবীই তাঁর উম্মতকে বলেন নাই। তা হল, দাজ্জালের এক চোখ অন্ধ হবে কিন্তু আল্লাহ অন্ধ নন।” [বুখারি ও মুসলিম]
সে এমন অলৌকিক ও বিস্ময়কর বিষয়াদি প্রদর্শন করবে যেগুলো দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবী করবে। তার দাবীর পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে সতর্ক ও সচেতন করার উদ্দেশ্যে তার শারীরিক গঠন বর্ণনা পূর্বক তার নানা প্রতারণা, ভণ্ডামি ও গোমরাহি মূলক কার্যক্রম তুলে ধরেছেন এবং দাজ্জলের ফেতনা থেকে আত্মরক্ষার বিভিন্ন উপায়-উপকরণ বর্ণনা করেছেন। আমাদের কর্তব্য, তার ব্যাপারে আরও বেশি জানা, সচেতন হওয়া এবং তার থেকে আত্মরক্ষার উপায়-উপকরণগুলো অবলম্বন করা।
❂ কবরের মানুষও কি দাজ্জালের ফেতনায় পড়বে?
যে মৃত্যু বরণ করলো সে দুনিয়ার সব ধরণের ফিতনা-ফ্যাসাদ বেঁচে গেল। সুতরাং কবরের লোকজনকে দাজ্জালের ফেতনা স্পর্শ করতে পারবে না। হাদিসে বর্ণিত হয়েছে, দাজ্জালের খবর শুনে কেউ যদি তার কাছে ন যায় তাহলে সেও ফেতনা থেকে রক্ষা পাবে আর যারাই তার কাছে যাবে তারাই তার ফেতনায় পতিত হবে। যেমন: আবুদ দাহমাহ রাহ. সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি ইমরান ইবনুল হুসাইন রা.-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ سَمِعَ بِالدَّجَّالِ فَلْيَنْأَ عَنْهُ، فَوَاللَّهِ إِنَّ الرَّجُلَ لَيَأْتِيهِ وَهُوَ يَحْسِبُ أَنَّهُ مُؤْمِنٌ فَيَتَّبِعُهُ، مِمَّا يَبْعَثُ بِهِ مِنَ الشُّبُهَاتِ، أَوْ لِمَا يَبْعَثُ بِهِ مِنَ الشُّبُهَاتِ
“কেউ দাজ্জালের আবির্ভাবের কথা শুনলে সে যেন তার থেকে দূরে চলে যায়। আল্লাহর কসম! যে কোনও ব্যক্তি তার নিকট এলে তাকে ইমানদার মনে করে তার অনুসরণ করতে শুরু করবে তার মধ্যে যে সব সংশয় সৃষ্টি হয়েছে সে কারণে।” [সুনান আবু দাউদ (তাহকিক কৃত), অধ্যায়: ৩২/ যুদ্ধ-সংঘর্ষ, পরিচ্ছেদ: ১৪. দাজ্জালের আবির্ভাব সম্পর্কে-সহিহ আবু দাউদ, হা/৪৩১৯]
এ হাদিস থেকে জানা গেল, দাজ্জাল থেকে দূরে অবস্থানকারী ব্যক্তি তার ফেতনা থেকে রক্ষা পাবে। তাহলে মৃত ব্যক্তির এই ফেতনায় পতিত হওয়ার প্রশ্নই উঠে না। তবে মানুষ মৃত্যুর পর কবরের ফিতনায় পতিত হবে-যা দাজ্জালের ফেতনা থেকে কম ভয়ানক নয়।
আল্লাহ আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা এবং কবরের ফিতনা ও শাস্তি থেকে হেফাজত করুন। আমিন।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদ আরব
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-
No comments:
Post a Comment