বরকতের ১০টি চাবি:
১) ঈমান এবং তাক্বওয়া।
২) যেকোনো কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা।
৩) কুরআনের সাথে সম্পর্ক বাড়ানো (বেশি বেশি পড়া, বুঝা,আমল করা)।
৪) সদাকা বা দান করা।
৫) আত্মীয় স্বজনের সাথে ভাল সম্পর্ক রাখা।
৬) সকাল বেলা না ঘুমিয়ে কাজ শুরু করা
৭) নিজে নামাজ পড়া এবং পরিবারের লোকদের নামাজের নির্দেশ দেওয়া।
৮) আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করা।
৯) বেশি বেশি ইস্তেগফার করা।
১০) পরিপূর্ণ সালামের ব্যাপক প্রচলন করা।
- শাইখ Ahmadullah
No comments:
Post a Comment