Sunday, November 28, 2021

শিয়া ও রাফেযী মুনাফেক গোষ্ঠীর মুখোশ খুলে ফেলতে শুরু হোক অভিযাত্রা

 শিয়া ও রাফেযী মুনাফেক গোষ্ঠীর মুখোশ খুলে ফেলতে শুরু হোক অভিযাত্রা:

প্রিয় ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনাদের কল্যাণকামী হিসেবে বলছি, এখনো যারা শিয়াদের আসল রূপ ও আকিদা-বিশ্বাস সম্পর্কে জানেন না, জানেন না তারা আপনার কত ভয়াবহ দুশমন, কিভাবে তারা ইসলামের গোড়া কেটেছে, কিভাবে যুগে যুগে মুসলিমদের সাথে গাদ্দারি ও মুনাফেকি করেছে, কিভাবে মুসলিমদেকে ধ্বংস ও বিপর্যস্ত করেছে… এসব প্রশ্নের উত্তর জানার জন্য এই কয়েকটা বই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।

সৌদি আরবের রাজধানী রিয়াদের রাবওয়া দাওয়াহ সেন্টার থেকে পরিচালিত আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ওয়েব সাইট ‘ইসলাম হাউজ ডট কম’ আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এতগুলো বই উপহার দিয়েছে।

এখানে সব চেয়ে বড় সুবিধা হল, বইগুলোর পিডিএফ ভার্সন দেয়ার পাশাপাশি ওয়ার্ড ফাইলও দেয়া হয়েছে। তাই আপনি ইচ্ছা করলে ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করে প্রথমে ইউনিকোডে কনর্ভাট করে নিবেন। তারপর ইচ্ছেমত ফেসবুক, ওয়েব সাইট, ব্লগ সহ ইন্টারনেটের বিভিন্ন স্থানে লেখাগুলো কপি-পেস্ট করতে পারবেন। কেউ ইচ্ছা করলে মোবাইল আ্যাপও তৈরি করতে পারবেন।

তাহলে এবার শিয়া ও রাফেযী মুনাফেক গোষ্ঠীর মুখোশ খুলে ফেলে ঘাপটি মেরে থাকা এই ভয়ানক দুশমনকে চেনার শুরু হোক অভিযাত্রা।
———————————-
◉ শিয়াদের আকীদা-বিশ্বাস
https://islamhouse.com/bn/books/324697/
◉ শিয়া আকীদার অসারতা
https://islamhouse.com/bn/books/370147/
◉ দ্বাদশ ইমামী শিয়া ধর্মের মূলনীতিসমূহের সুষ্পষ্ট রূপরেখা
https://islamhouse.com/bn/books/145444/
◉ শিয়া মতবাদের বিস্তৃতি
https://islamhouse.com/bn/books/373484/
◉ শিয়া আলেম ও অধিকাংশ মুসলিম আলেমের মধ্যে বিরোধের বাস্তব চিত্র
https://islamhouse.com/bn/books/364836/
◉ নাজাফ সম্মেলন
https://islamhouse.com/bn/books/353681/
◉ কতিপয় প্রশ্ন, শিয়া যুবকদের যা সত্যের দিকে ধাবিত করেছে
https://islamhouse.com/bn/books/340530/
——————–
Collected by:
Abdullahil Hadi Bin Abdul jalil
Daee, at Jubail Dawah and guidance centre, kingdom of Saudi Arabia.

No comments:

Post a Comment

Translate