একদা শুকদা এক প্রবদা বদন,
দর্শন করি মম ঝরিল নয়ন।
হেসে কহে সে রুপসী সবিস্ময় মন,
কহ দেখি মহাশয় কহ কি কারন।
বিষয় বিভাগী তুমি ভূবনে প্রচার,
কি হেতু জন্মিল তব মানুষ অবিকার।
হেসে কহিলাম বালে কর হে শ্রবণ,
নেত্র ঝরে তবু হেতু ভেবোনা এমন।
যে শিল্পী রচিল ঐ শুধাংসু বদন,
তাহার তরে ঝরে নেত্র নয়ন এ জীবন।
মুলঃ- আল্লামা শেখ সাদী (রহ)
No comments:
Post a Comment