প্রশ্ন: সূর্যের হিসাব বা সৌর পঞ্জিকা অনুযায়ী রমজানের রোজা শুরু করা যাবে কি?
◈ আল্লাহ তাআলা বলেন,
فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُۖ
“তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস (রমজান) পাবে, সে যেন এতে রোজা রাখে।” [সূরা বাকারা :১৮৫]
এখানে “الشَّهْرَ” (মাস) বলতে চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারিত মাসকেই বোঝানো হয়েছে।
◈ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ
“তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। যদি চাঁদ না দেখতে পাও, তাহলে ৩০ দিন পূর্ণ করো।” [সহিহ মুসলিম, হাদিস নং ১০৮১; সহিহ বুখারি, হাদিস নং ১৯০৯]
◈ অন্য হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
لا تقدَّموا الشَّهرَ حتَّى تُكمِلوا العدَّةَ ، أو تروا الهلالَ ، ثمَّ صوموا ولا تُفطِروا حتَّى تروا الهلالَ أو تُكملوا العدَّةَ ثلاثينَ
“তোমরা রমজান মাসের চাঁদ না দেখার পূর্বে কিংবা শাবান মাস ত্রিশ দিন পূর্ণ হওয়ার আগে রমজানের রোজা পালন করবে না। এরপর তোমরা রমজানের রোজা পালন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না শাওয়ালের চাঁদ দেখবে কিংবা তার পূর্বেই রমজান মাস ত্রিশ দিন হবে।” [সহিহ সুনান আন-নাসায়ী, হা/ ২১২৬, সহীহ আবু দাউদ ২০১৫, ইরউয়াউল গালীল৪/৮]
এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে চাঁদ দেখেই রোজা শুরু করতে হবে; সূর্যের হিসাব অনুযায়ী নয়।
❂ তাহলে সূর্যের সময় গণনা কি কাজে লাগে?
No comments:
Post a Comment