প্রশ্ন: সালাতরত অবস্থায় পায়ুপথে বাতাস বের হওয়ার উপক্রম হলে কী করণীয়? তা কি চেপে রেখে সালাত আদায় করা; নাকি সালাত ছেড়ে দিয়ে ওযু করে নতুন করে সালাত পড়া?
——————–
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল, সৌদি আরব।
উত্তর: সালাতরত অবস্থায় পায়ুপথে বাতাস বের হওয়ার উপক্রম হলে, তা চেপে রেখে সালাত আদায় করলে সালাতে মনোযোগ বিঘ্নিত হবে এবং খুশু-খুযু নষ্ট হবে তাতে কোন সন্দেহ নাই। তাই এ অবস্থায় করণীয় হল, সালাত ছেড়ে দিয়ে চাপমুক্ত হয়ে পূনরায় ওযু করে সালাত আদায় করা। এতে জামাআত ছুটে গেলেও আপত্তি নেই।
হাদীসে পেশাব ও পায়খানার বেগ নিয়ে সালাত আদায় না করার ব্যাপারে একাধিক নির্দেশনা এসেছে। যেমন,
▪ হাদীসে বর্ণিত হয়েছে:
نهى رسول الله صلى الله عليه وسلم أن يصلي الرجل وهو حاقن
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব-পায়খানা আটকে রেখে সালাত আদায় করা থেকে নিষেধ করেন”। [ইবনু মাজাহ্, হাদিস নং ৬১৭। সহীহুল জামে‘, হাদিস: ৬৮৩২।]
হাদীসে উল্লেখিত হাকেন (حَاقِن) শব্দের অর্থ: পেশাব বা পায়খানার বেগ হলে তা আটকে রাখা। এটা নিষেধ।
▪তিনি আরও বলেন,
«إذا أراد أحدكم أن يذهب الخلاء وقامت الصلاة فليبدأ بالخلاء».
“যখন তোমাদের কেউ পায়খানায় যেতে চায় এবং সালাতের একামত হয়, তখন সে প্রথমে পায়খানা সেরে নেবে”। [আবু দাউদ, হাদিস: ৮৮। সহীহুল জামে‘, হাদিস: ২৯৯।]
▪ তিনি আরও এরশাদ করেন:
«لا صلاة بحضرة طعام ولا وهو يدافعه الأخبثان»
“খাবারের উপস্থিতিতে কোনো সালাত নেই এবং পায়খানা ও পেশাবের চাপ থাকা অবস্থায়ও সালাত নেই”।[মুসলিম, হাদিস: ৫৬০।]
আল্লাহু আলাম।
No comments:
Post a Comment