প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে বেশি দামি-কম দামি পোশাক পরিধানের ক্ষেত্রে কোনো নিয়ম আছে কি?
সুতরাং ক্ষমতা থাকার পরেও খুব উঁচু মানের অত্যধিক দামী পোশাক পরিধান পরিহার করাই কর্তব্য। আর আল্লাহ তায়ালা এ জন্য সে ব্যক্তিকে কিয়ামতের দিন পুরস্কৃত করবেন। যেমন, হাদীসে এসেছে-মুআয ইবনে আনাস আল জুহানী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
« مَنْ تَرَكَ اللِّبَاسِ تَوَاضُعًا لِلَّهِ وَهُوَ يَقْدِرُ عَلَيْهِ دَعَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْخَلاَئِقِ حَتَّى يُخَيِّرَهُ مِنْ أَىِّ حُلَلِ الإِيمَانِ شَاءَ يَلْبَسُهَا »
“যে ব্যক্তি আল্লাহর প্রতি বিনয় প্রকাশের উদ্দেশ্যে ক্ষমতা থাকা সত্ত্বেও দামী পোশাক পরিত্যাগ করল কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত মানুষের সামনে আহবান করে তাকে ঈমানাদেরর (জান্নাতী) পোশাক সমূহের মধ্যে যা খুশি তা পরিধান করার এখতিয়ার প্রদান করবেন।” (তিরমিযী, হাদীস নং ২৬৬৯, আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন, সিলসিলা সাহীহা- ৭১৮ নং হাদীস, শামেলা)
আবার সামর্থ্য থাকার পরও খুব ছিঁড়া-ফাটা বা জোড়া তালী লাগানো পোশাক পরবে না। কারণ, অন্য হাদীসে এসেছে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট জীর্ণ-শীর্ণ কাপড় পরে এসেছে যাতে বুঝা যাচ্ছে, তিনি একজন অভাবী মানুষ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমাকে কি কোন প্রকার সম্পদের নিয়ামত দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ আমাকে সকল প্রকার নিয়ামত দিয়েছেন। অর্থাৎ আমার উট, ছাগল, গরু সবই তা আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন:
“إِنَّ اللَّهَ إِذَا أَنْعَمَ عَلَى عَبْدٍ نِعْمَةً أَحَبَّ أَنْ يَرَى أَثَرَ نِعْمَتِهِ عَلَيْهِ”
”আল্লাহ যখন কোন বান্দাকে নেয়ামত দান করেন তখন তিনি তার উপর সেই নিয়ামতের প্রভাব দেখতে পছন্দ করেন।” (আল মুজামুল কাবীর লিত ত্ববারানী, হাদীস নং ১৪৬৯৮, শামেলা)
No comments:
Post a Comment