Friday, January 10, 2025

সালাত সংক্রান্ত কতিপয় জরুরি মাসায়েল

 সালাতে সূরা ফাতিহার পর সর্বনিম্ন পূর্ণ অর্থবোধক বা কোনও হুকুম সম্বলিত একটি আয়াত পড়াই যথেষ্ট।

❑ সালাতে সূরা ফাতিহার পর সর্বনিম্ন পূর্ণ অর্থবোধক বা কোন হুকুম সম্বলিত একটি আয়াত পড়াই যথেষ্ট

প্রশ্ন: সালাতে সর্বনিম্ন কতটুকু আয়াত তিলাওয়াত করা হলে সালাত শুদ্ধ হবে? যেমন আয়াতুল কুরসি (এক আয়াত),“আ-মানার রসূলু…” থেকে শেষ পর্যন্ত (দুই আয়াত) বা সুরা তাওবার শেষ দুই আয়াত ইত্যাদি। ন্যূনতম কতটি আয়াত তিলাওয়াত করা সালাতের জন্য যথেষ্ট হবে?
উত্তর:
সালাতে সূরা ফাতিহার পরে যে কোন পূর্ণ অর্থবোধক বা কোনও হুকুম সম্বলিত একটি আয়াত পাঠ করাই যথেষ্ট। তবে তা লম্বা হওয়া উত্তম-যেমনটি বলেছেন ইমাম আহমদ, কাজি আবু ইয়ালা রহ. প্রমুখ।
সুতরাং সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত বা সূরা তাওবার শেষ দুআ আয়াত পড়া যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
তবে পূর্ণ অর্থবোধক বা কোন বিধান সম্বলিত আয়াত না হলে তাতে একটি আয়াত যথেষ্ট নয়। যেমন, مُدْهَامَّتَانِ , الم ইত্যাদি। [কাশফুল কানা’-ইমাম ভূতী, ১/৩৪২]

উল্লেখ্য যে, ১ম বা ২য় রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো ওয়াজিব নয় বরং মোস্তাহাব। অর্থাৎ কেউ যদি সূরা ফাতিহার পরে কোন কিছু না পড়ে সালাত শুদ্ধ হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত ভবে তা ছাড়া ঠিক নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

من قرأ بأم الكتاب فقد أجزأت عنه ، ومن زاد فهو أفضل

“যে ব্যক্তি সুরা ফাতিহা পাঠ করবে (সালাত বিশুদ্ধ হওয়ার জন্য) তা তার জন্য যথেষ্ট হবে। আর যে এর চেয়ে বেশী পাঠ করবে তা হবে উত্তম।” [সহীহ বুখারী, হা/৭৩৮] আল্লাহু আলাম।

❑ প্রশ্ন : সালাতে ১ম রাকাতে সুরা বাকারার ১ম রুকু ও ২য় রাকাতে শেষ রুকু তেলাওয়াত করা যাবে কি? কোন সুরার মাঝখান থেকে তিলাওয়াত করলে কি বিসমিল্লাহ পড়তে হবে? যেমন ১ম রাকাতে আয়তুল কুরসি ও ২য় রাকাতে সুরা ইখলাস তেলাওয়াত করলে আয়তুল কুরসির আগে কি বিসমিল্লাহ পড়ব ? বিষয়গুলো আমার কাছে পরিষ্কার নয়। দয়া করে জানাবেন।
উত্তর :
সালাতে ১ম রাকাতে সুরাহ বাকারার ১ম রুকু ও ২য় রাকাতে শেষ রুকু তিলাওয়াহ করা জায়েজ আছে।
কোন সুরার মাঝখান থেকে তিলাওয়াত করলে বিসমিল্লাহ পড়া ও না পড়া উভয়টি জায়েজ। তবে সূরার শুরু থেকে পড়লে বিসমিল্লাহ পড়তে হবে। আল্লাহু আলাম।

❑ প্রশ্ন : তারাবির নামাযে দীর্ঘ কেরাত পাঠ করতে হয়। তবে আমরা যারা বড় বড় সূরা পারি না,যে সূরাগুলো পারি সবই যদি পড়ি। কিন্তু কুরআনে পরপর যেভাবে সূরা সিরিয়াল ভাবে আছে সেভাবেই কি পড়তে হবে? নাকি ফালাক আগে পড়লাম ফীল পরে পড়লাম এমন করলে হবে?
উত্তর:
সঠিক মতানুযায়ি সুরা পড়ার ক্ষেত্রে সুরার ধারাবাহিকতা রক্ষা করা জরুরি নয়।▬▬▬▬▬ ◈◉◈▬▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate