প্রশ্ন: আমাদের দেশে বিয়ের পাত্র-পাত্রীকে তাদের আত্মীয় স্বজনগণ পায়েস বা মিষ্টান্ন খাওয়ায়, তারপর তাদেরকে কিছু টাকা বা উপহার-সামগ্রী দেয়। এটা কি ইসলামে জায়েজ?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬
উত্তর: আমাদের দেশে বিভিন্ন এলাকায় বিয়ের আগের রাতে অথবা বিয়ের কয়েক দিন আগে থেকে পাত্র-পাত্রীকে পায়েস, ক্ষীর বা বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য খাওয়ানোর প্রথা প্রচলিত আছে। কোন কোন এলাকার আঞ্চলিক ভাষায় এটিকে ‘থুবড়া’ বলা হয়। তারপর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা তাদের হাতে কিছু টাকা বা উপহার সামগ্রী দেয়। এগুলো সামাজিক প্রথা মাত্র। এর উদ্দেশ্য আনন্দ-বিনোদন করা। এটিকে হিন্দুদের ধর্মীয় প্রথা বলা সঙ্গত নয়।
সুতরাং এতে কোন আপত্তি নেই-এগুলোকে হারাম বলা যাবে না যতক্ষণ না তাতে শরিয়ত বিরুদ্ধ বা ইসলামের সাথে সাংঘর্ষিক কোন কিছু ঘটে। যেমন: নন মাহরাম কর্তৃক কনের মুখে তুলে খাওয়ানো, পর্দা হীনতা, মিউজিক, প্রাপ্ত বয়স্ক মেয়েদের উচ্চস্বরে গীত গাওয়া, নাচ-গান, নারী-পুরুষ একত্রিত হয়ে হৈ হুল্লোড় করা ইত্যাদি।
No comments:
Post a Comment