Tuesday, January 10, 2023

চুলে কাল কলপ করার বিধান

 প্রশ্ন: ছেলে বা মেয়েদের চুল কালার করা সম্পর্কে ইসলামি শরিয়ত এর বিধান কি? দলীল সহ বিস্তারিত বললে উপকৃত হতাম।▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর: পুরুষ-নারী উভয়ের জন্য চুলে কালো রং ছাড়া অন্য রং দ্বারা কলপ করা মুস্তাহাব। কালো কলপ ব্যবহার করা বৈধ নয়। এটি হারাম কাজ ও কবিরা গুনাহ। কিন্তু সাদা চুল-দাড়ি মেহেদি বা অন্য রং দিয়ে পরিবর্তন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নত। তিনি সাদা চুলকে কালো রং বাদ দিয়ে অন্য রং দিয়ে পরিবর্তন করতে আদেশ দিয়েছেন। আবু হুরায়রা রা. হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

إن اليهود والنصارى لا يصبغون شعورهم ؛ فخالفوهم

“ইহুদি ও খৃষ্টানরা চুল ও দাড়িতে খেজাব (কলপ) ব্যবহার করে না। সুতরাং তোমরা তাদের বিপরীত কাজ করো। (অর্থাৎ তোমারা কলপ ব্যবহার করো)। [সহিহ বুখারী, অধ্যায়: আহাদীসুল আম্বিয়া।]

◈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ভবিষ্যতবাণী কিয়ামতের পূর্বে মানুষ কালো রং এর কলপলাগাবে।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

يَكُونُ قَوْمٌ يَخْضِبُو نَفِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَاءِحَةَالْجَنَّةِ
“আখেরি জামানায় কিছু মানুষ আসবে যারা কবুতরের বুকের মত সাদা চুল-দাড়ি কালো রং দিয়ে পরিবর্তন করবে। তারা জান্নাতের গন্ধও পাবে না”। [আবু দাউদ, অধ্যায়: কিতাবুত তারাজ্জুল, আলবানি রহ. হাদিসটিকে সহিহ বলেছেন]

হাদিসের ভাষ্য বাস্তবে পরিণত হয়েছে। পুরুষদের মাঝে দাড়ি ও মাথার চুল কালো রং দিয়ে পরিবর্তন করার প্রবণতা ব্যাপকভাবে দেখা দিয়েছে। আল্লাহু ক্ষমা করুন। আমিন।

◈ কারো মাথার চুল বা দাড়ি সাদা হয়ে গেলে তাতে কালো ছাড়া যে কোন রং ব্যবহার করা সুন্নত:

জাবির বিন আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

أُتِيَ بِأَبِي قُحَا فَةَ يَومَفَتح مَكَّة، وَرَأسُهُ وَلِحيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلى اللهُ عَلَيهِ وَسَللَّم غَيِّرُوا هَذَا بِشَيءٍ، وَاجتَنِبُوا السَّوَادَ

“মক্কা বিজয়ের দিন (আবু বকর রা.-এর পিতা) আবু কুহাফাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সামনে উপস্থিত করা হল। তখন তার মাথায় চুল ও দাড়ি সাগামা গাছ (শুভ্র ফল-ফুল বিশিষ্ট এক প্রকার গাছ) এর ন্যায় দেখাচ্ছিল। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদেরকে বললেন, “তোমরা কোন কিছু দিয়ে তার রং পরিবর্তন করে দাও তবে কালো রং থেকে বিরত থাকবে।”। [সহিহ মুসলিম, হা/২১০২]

◈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণত: মেহেদি, জাফরান ও ওয়ারস দ্বারা দিয়ে চুল-দাড়ি কলপ করতেন:

✪ আব্দুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণিত তিনি বলেন,

كَانَ النَّبِيُّ رَسُولُ اللَّهِ صَلى اللهُ عَلَيهِ وَسَللَّم يَلبَسُ النِّعَالَ السِّبتِيَّة،وَيُصَفِّرُ لِحيَتَهُ بِالوَرسِ وَالزَّعفَرَانِ

ইবনে উমর রা. থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার জুতা পরতেন এবং ওয়ারস (হলুদ বর্ণের একপ্রকার তৃণ ) ও জাফরান দ্বারা তাঁর দাড়ি রাঙাতেন। আর ইবনে উমর রা.-ও এরূপ করতেন।

✪ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন,

إِنَّ أَحسَنَ مَا غُيِّرَ بِهِ هَذَا الشَّيبُ : الحِنَّاءُوَالكَتَمُ

“নিশ্চয় সর্বশ্রেষ্ঠ বস্তু যা দিয়ে বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করা যায় তা হচ্ছে, মেহেদি ও কাতাম।” [সহিহ আবু দাউদ, হা/১৪০৫]
❑ আল্লামা মুহম্ম বিন সালেহ আল উসাইমিন রাহ. বলেন, “পাকা চুলে কালো রঙ দিয়ে (চুল) কলপ করা হারাম ও কবিরা গুনাহগুলোর অন্তর্ভুক্ত।”
صبغ الشعر إذا شاب بالسواد حرام ، لأن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال : (غَيِّرُوا هَذَا الشَّيْبَ وَجَنِّبُوهُ السَّوَادَ ) ووردت الأحاديث في النهي عنه والتحذير منه ، بل وردت بما يدل على أنه من كبائر الذنوب وهو ظاهر
[সূত্র: মাজমুউ ফাতাওয়া ওয়া রাসায়িল, খণ্ড: ১১; পৃষ্ঠা: ১২১]
আল্লাহু আলাম।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate