প্রশ্ন: নিচের হাদিসটি মান অথবা গ্রহণযোগ্যতা কতটুকু? ইমাম আবু দাউদ রাহ. তাঁর কিতাবুস সুনানের কিতাবুল মারাসীলে বিখ্যাত ইমাম ইয়াযিদ ইবনে আবি হাবিব রাহ.-এর সূত্রে হাদিস বর্ণনা করেন যে,
أن النبى مر على امرأتين تصليان فقال : اذا سجدتما فضما بعض اللحم الى الأرض، فان المرأة ليست فى ذلك كالرجل.
“আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন। তারা নামাজ পড়ছিল। তিনি তাদের বললেন, “যখন তোমরা সিজদা করবে তোমাদের শরীরের কিছু অংশ, (অর্থাৎ পিছনের অংশ) মাটির সাথে মিলিয়ে রাখবে। কারণ নারী এই ক্ষেত্রে পুরুষের মত নয়।”
[সূত্র: মারাসিলে আবু দাউদ, হাদিস ৮৭; সুনানে কুবরা, বায়হাকি, হাদিস ৩২০১; মারিফাতুস সুনানি ওয়াল আসার, বায়হাকি, হাদিস ৪০৫৪]
উত্তর: প্রায় সকল মুহাদ্দিস একমত যে, এ হাদিসটি জইফ বা দুর্বল।
নিচে এ বিষয়ে কয়েকজন মুহাদ্দিসের অভিমত দেওয়া হল:
১. বাইহাকি বলেন, মুনকাতি (বিচ্ছিন্ন সনদ) [এটি দুর্বল হাদিসের অন্তর্ভুক্ত]। [সুনানে কুবরা ২/২২৩]
الراوي:يزيد بن أبي حبيب المحدث:البيهقي المصدر:السنن الكبرى للبيهقي الجزء أو الصفحة:2/223 حكم المحدث:منقطع، وهو أحسن من الموصولين قبله
২) ইবনে হাজার আসকালানী বলেন, মুরসাল [এটিও দুর্বল হাদিসের অন্তর্ভুক্ত]। তবে অন্য অবিচ্ছিন্ন আরও দুনটি সূত্রে বর্ণিত হয়েছে। কিন্তু সেগুলোর উভয়টির মধ্যেই متروك ّপরিত্যক্ত বর্ণনাকারী” রয়েছে। [আত তালখিসুল হাবির, ১/৩৯৪]
الراوي:يزيد بن أبي حبيب المحدث:الذهبي المصدر:المهذب الجزء أو الصفحة:2/662 حكم المحدث:من أضعف المراسيل
الراوي:- المحدث:الذهبي المصدر:ميزان الاعتدال الجزء أو الصفحة:1/202 حكم المحدث:[فيه] إسحاق بن واصل من الهلكى
৪) ইবনে আসাকির বলেন, এর সনদে একজন বর্ণনাকারী আছে যার নাম: সাঈদ বিন আব্দুল্লাহ বিন দিনার। আবু হাতিম তাকে মাজহুল বা অজ্ঞাত পরিচয় বলে উল্লেখ করেছেন। [তারিখে দিমাশক, ২১/১৭১]
الراوي:الحسن البصري المحدث:ابن عساكر المصدر:تاريخ دمشق الجزء أو الصفحة:21/171 حكم المحدث:مرسل [وفيه] سعيد بن عبد الله بن دينار قال أبو حاتم مجهول
৫) ইবনে আদি বলেন, غير محفوظ “হাদিসটি যথাযথভাবে সংরক্ষিত হয়নি।” [আল কামিল ফিয যুয়াফা, ৬/৪৫১]
الراوي:أبو سعيد الخدري المحدث:ابن عدي المصدر:الكامل في الضعفاء الجزء أو الصفحة:6/451 حكم المحدث:غير محفوظ
৬) ইবনুল কায়সারানী বলেন, এর সনদে ঈসা বিন সুলাইমান নামক যে বর্ণনাকারী আছে সে দুর্বল। [যাখীরাতুল হুফফায, ৪/২০৯১]
الراوي:أبو سعيد الخدري المحدث:ابن القيسراني المصدر:ذخيرة الحفاظ الجزء أو الصفحة:4/2091 حكم المحدث:[فيه] عيسى بن سليمان ضعيف
No comments:
Post a Comment